পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anish Khan Murder Case : সিট প্রত্যাখ্যান করে সিবিআই তদন্তে অটল আনিশের বাবা - আনিশ খানের বাবা সালেম খান

তিনি সিটের তদন্ত মানছেন না । তাঁর বাড়িতে বিশেষ তদন্তকারী দলের সামনেই আনিশের বাবা সিবিআই তদন্তের দাবি তোলেন (Anish Khan Murder Case) ৷

Anish Khan Murder CBI Probe
আনিশ খান খুনে সিবিআই তদন্তের দাবি

By

Published : Feb 22, 2022, 5:38 PM IST

আমতা, 22 ফেব্রুয়ারি : মৃত আনিশের বাড়িতে আজ ফের বিশেষ তদন্তকারী আধিকারিকরা (সিট) । আনিশের বাবার সঙ্গে কথা বলেন দলের সদস্যরা । তদন্তকারী দলের সামনেই সিট-কে অস্বীকার করেন সালেম খান । তিনি সিটের তদন্ত মানছেন না বলে জানান (Anish Khan Father refuses SIT and demands CBI probe over son murder) ।

সালেম খানের অভিযোগ, যেদিন আনিশ খুন হয়েছেন, সেদিন আমতা থানার পুলিশকে ডাকলেও তারা আসেনি । পরের দিন সকাল 9টার পর পুলিশ মৃতদেহ নিতে আসে । আনিশের পরিবারের কাউকে কিছু না জানিয়ে তারা আনিশের মৃতদেহ নিয়ে উলুবেড়িয়ায় চলে যায় । আর আমতা থানাতে গিয়ে লিখিত অভিযোগ জমা করার আগেই মৃতদেহের ময়নাতদন্ত শুরু করে দেয় পুলিশ ।

তিনি সিটের সদস্য ও পুলিশ কর্তাদের প্রশ্ন করেন, "এটা কোথাকার নিয়ম ?" তিনি ছেলে খুনের জন্য পুলিশকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ৷ তাঁর মতে পুলিশই আনিশকে খুন করে মৃতদেহ নিয়ে গিয়েছে । সেই মৃতদেহের ময়নাতদন্তও করেছে পুলিশ । আবার সেই পুলিশ সিট তৈরি করে দিচ্ছে । তাহলে কীভাবে সেই সিটের উপরে ভরসা, বিশ্বাস রাখা যায় ? প্রশ্ন ছেলে হারানো বাবার ।

আরও পড়ুন :Anish Khan Murder Case : সরকারের উপর আস্থা রাখার আর্জি পার্থ চট্টোপাধ্যায়ের

সালেম খান সিটের আধিকারিকদের জানান, মুখ্যমন্ত্রীকেও তিনি জানিয়ে দেবেন সিটের তদন্ত তাঁর পরিবার মানছে না । বরং সিবিআইকে দিয়ে আনিশের মৃত্যুর দাবিতে অটল আনিশের বাবা । মঙ্গলবার সকালে আমতা থানার তিনজন আধিকারিককে সাসপেন্ড করার কথা শুনে তাঁর সাময়িক ভালো লাগলেও, তাতে সন্তুষ্ট নন তিনি ৷ এখনও তাঁর ছেলের খুনিরা অধরা ।

পরিবারের অন্য সদস্যরা মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়ে সিট-এর সঙ্গে সহযোগিতা করছেন । আজ সিট-এর সদস্যরা নানাভাবে সালেম খানকে রাজি করানোর চেষ্টা করেন । সদ্য ছেলে হারানো বৃদ্ধ বাবা সালেম খান সিবিআই তদন্তের দাবিতে অনড় । আজও তদন্তকারী দল 18 ফেব্রুয়ারি, শুক্রবার রাতের ঘটনা নিয়ে সালেম খানের জবানবন্দি রেকর্ড করেন ।

প্রসঙ্গত সিট গঠনের পর থেকে রাজ্য পুলিশের তদন্ত মানবেন না বলে জানিয়েছিল আনিশের পরিবার । সোমবার রাতে সিটের সদস্যরা নিহত ছাত্রনেতার পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি ।

আরও পড়ুন : Students Rally in Kolkata : পুলিশ মিছিলের পথ আটকাতেই ধুন্ধুমার মৌলালি চত্বর

ABOUT THE AUTHOR

...view details