কলকাতা, 27 এপ্রিল: সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস এবার সিপিআইএম ছাড়লেন (Ajanta Biswas left CPIM) । সম্পূর্ণ বাম ঘরানায় মানুষ হওয়া মেধাবী ছাত্রী তথা অধ্যাপিকা এ বছর নতুন করে তাঁর সদস্যপদ নবীকরণ করেননি ।
সিপিআইএমের কলকাতা জেলার অধ্যাপক শাখার সদস্য ছিলেন অজন্তা । ফলে খুব স্বাভাবিক ভাবেই একথা বলাই যায় তিনি আর রাজ্যের অন্যতম প্রধান বিরোধী দল সিপিএমের সঙ্গে যুক্ত থাকতে চান না । এমনিতেই তৃণমূল কংগ্রেসের মুখপত্র 'জাগো বাংলা'য় কলম ধরার জন্য সিপিএম তথা আলিমুদ্দিনের নেতাদের রোষে পড়েছিলেন তিনি । তাঁকে নিয়ে দলের মধ্যে কম জলঘোলা হয়নি । 'জাগো বাংলা'য় লেখার জন্য তাঁকে সাসপেন্ড পর্যন্ত করা হয় । সেই সাসপেনশন মিটে গেলেও তিনি তাঁর সদস্যপদ পুনর্নবীকরণ করেননি । তিনি এই মুহূর্তে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা । প্রায় 20 বছর ধরে দলের সদস্য ছিলেন তিনি । সদস্যপদ পুনর্নবীকরণ না করায় তাঁর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হল সিপিআইএমের । তবে দলের তরফ থেকে এমনটাও জানানো হয়েছে আগামী দিনে চাইলে অজন্তা বিশ্বাস আবার দলের সদস্য পদ নিতেই পারেন ।