পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Justice Gangopadhyay Threatens: 'কমিশনকে বলে তৃণমূলের স্বীকৃতি বাতিল করে দেব', অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরিতে ক্ষিপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় - কলকাতা হাইকোর্ট

'নির্বাচন কমিশনকে বলে তৃণমূলের স্বীকৃতি বাতিল করে দেব ৷' অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরিতে বেজায় চটলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Gangopadhyay Threatens)৷

Justice Abhijit Gangopadhyay
অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরিতে ক্ষিপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়

By

Published : Nov 25, 2022, 1:36 PM IST

Updated : Nov 25, 2022, 1:46 PM IST

কলকাতা, 25 নভেম্বর:নির্বাচন কমিশনকে বলে তৃণমূল দলের স্বীকৃতি বাতিল করে দেব (Justice Gangopadhyay Threatens)। তাদের দলীয় প্রতীকও প্রত্যাহার করে নিতে বলব । অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে এ কথা বললেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)৷

শুক্রবার তিনি বলেন, "আমি শূন্যপদে যোগ্যদের নিয়োগের নির্দেশ দিয়েছিলাম । কিন্তু রাজ্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছে অযোগ্যদের জায়গা করে দিতে ! আমাদের গণতন্ত্র বিপন্ন । একেবারেই সুরক্ষিত হাতে নেই । হাইকোর্টে চাকরিহারাদের চাকরিতে নিয়োগের জন্য যে আবেদন করা হয়েছে, তা মোটেও স্কুল সার্ভিস কমিশনের সিদ্ধান্ত নয় । অত্যন্ত প্রভাবশালীরা যুক্ত রয়েছে এর মধ্যে । আমি এ সব বরদাস্ত করব না । ক্যাবিনেট মিটিং-এ সিদ্ধান্ত নেওয়া হল, অথচ তাতে স্বাক্ষর করার আগে কেউ খতিয়ে দেখল না ৷ এই শূন্যপদ বেআইনি নিয়োগের জন্য তৈরি করা হচ্ছে !" বিচারপতি আরও বলেন, "আমি মুখ্যমন্ত্রীর যন্ত্রণাটা বুঝতে পারছি । কিন্তু তাঁর দলের যন্ত্রণা আমার বোধগম্য নয় ।"

আরও পড়ুন:চাকরিহারাদের পুনর্বহালে অতিরিক্ত পদ তৈরির নেপথ্যে কারা, সিবিআইকে তদন্তের নির্দেশ আদালতের

অতিরিক্ত শূন্যপদ তৈরি করার ব্যাপারে রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈন এ দিন আদালতে এসে বলেন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং অন্যান্য লিগাল অফিসারদের পরামর্শ মতো শিক্ষামন্ত্রী এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন । পরে সেই ফাইল মুখ্যসচিবের হাত দিয়ে রাজ্য মন্ত্রিসভায় পাঠানো হয় । ক্যাবিনেট মন্ত্রীরা তাতে স্বাক্ষর করেন ।"

এই বক্তব্য শোনার পরই ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "আপনি মনে করেন না এই সমস্তটাই করা হয়েছে বেআইনি চাকরিহারাদের সেভ করার জন্য ?" এর পরই রাজ্যের তরফে জানানো হয়, রাজ্য সরকার এই মামলা সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে । সুপ্রিম কোর্ট এই মামলার উপর তিন সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে । তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, আপাতত সুপ্রিম কোর্টে এই মামলার কী ফলাফল হয়, তা দেখে ফের এই মামলার শুনানি করা হবে ।

Last Updated : Nov 25, 2022, 1:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details