কলকাতা, 25 নভেম্বর:নির্বাচন কমিশনকে বলে তৃণমূল দলের স্বীকৃতি বাতিল করে দেব (Justice Gangopadhyay Threatens)। তাদের দলীয় প্রতীকও প্রত্যাহার করে নিতে বলব । অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে এ কথা বললেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)৷
শুক্রবার তিনি বলেন, "আমি শূন্যপদে যোগ্যদের নিয়োগের নির্দেশ দিয়েছিলাম । কিন্তু রাজ্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছে অযোগ্যদের জায়গা করে দিতে ! আমাদের গণতন্ত্র বিপন্ন । একেবারেই সুরক্ষিত হাতে নেই । হাইকোর্টে চাকরিহারাদের চাকরিতে নিয়োগের জন্য যে আবেদন করা হয়েছে, তা মোটেও স্কুল সার্ভিস কমিশনের সিদ্ধান্ত নয় । অত্যন্ত প্রভাবশালীরা যুক্ত রয়েছে এর মধ্যে । আমি এ সব বরদাস্ত করব না । ক্যাবিনেট মিটিং-এ সিদ্ধান্ত নেওয়া হল, অথচ তাতে স্বাক্ষর করার আগে কেউ খতিয়ে দেখল না ৷ এই শূন্যপদ বেআইনি নিয়োগের জন্য তৈরি করা হচ্ছে !" বিচারপতি আরও বলেন, "আমি মুখ্যমন্ত্রীর যন্ত্রণাটা বুঝতে পারছি । কিন্তু তাঁর দলের যন্ত্রণা আমার বোধগম্য নয় ।"