কলকাতা, 10 জানুয়ারি : মোমিনপুরের রিমাউন্ট রোডে দুর্ঘটনা । দু'টি বাসের রেষারেষিতে পিষ্ট যুবক । উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয় তিনটি বাসে । পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে তাদের লক্ষ্য করে ইট ছোড়া হয় ।
মোমিনপুরে বাসের রেষারেষিতে পিষ্ট যুবক, 3টি বাসে আগুন - mominpur
মোমিনপুরের রিমাউন্ট রোডে দুর্ঘটনা । মৃত যুবক । 12C, 12C/1/A ও 259 রুটের তিনটি বাসে আগুন লাগায় উত্তেজিত জনতা ।
বাস
12C, 12C/1/A, 259 এই তিনটি রুটের বাসে আগুন লাগানো হয় । শুরু হয় রাস্তা অবরোধ । এরপর ঘটনাস্থানে পুলিশ এলে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় । ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করেছে পুলিশ ।
মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি । দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ।
Last Updated : Jan 10, 2020, 7:06 PM IST