পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সরকারি চাকরি দেওয়ার নামে সুব্রত বক্সীর জামাই সেজে প্রতারণা, গ্রেফতার 1 - cheating case

Fraud Case: সরকারি চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ-এর অভিযোগ ৷ আনন্দপুর থানা এলাকায় গ্রেফতার 1 ব্যক্তি ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 5:00 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর: সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। তৃণমূল নেতা সুব্রত বক্সীর জামাই পরিচয় দিয়ে এই প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে আনন্দপুর থানার পুলিশ ৷ ধৃতের নাম দীপঙ্কর দাস।

ইতিমধ্যেই অভিযুক্তর বাড়িতে হানা দিয়ে পুলিশ দু'টি নীলবাতি লাগানো গাড়ি উদ্ধা করেছে। তদন্তকারীদের অনুমান প্রতারণা চক্রের এই ঘটনায় দীপঙ্কর ছাড়াও আরও অনেকে জড়িত রয়েছেন ৷ তাঁদের খোঁজ চালাচ্ছে লালবাজার। এই ঘটনায় কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "গোটা বিষয়টি ভালোভাবে আমরা তদন্ত করছি। নীলবাতি গাড়ি অভিযুক্ত ওই ব্যক্তি কীভাবে পেলেন তাও তদন্ত করে দেখা হচ্ছে।"

লালবাজার সূত্রের খবর, চলতি মাসে আনন্দপুর থানায় এক মহিলা অভিযোগ করেন এলাকার বাসিন্দা দীপঙ্কর দাসের নামে। ওই মহিলা অভিযোগে জানান, প্রথমে তাঁর ছেলের সঙ্গে আলাপ হয় দীপঙ্করের ৷ তিনি নিজেকে সুব্রত বক্সীর জামাই বলে পরিচয় দেন। মহিলার অভিযোগ, দীপঙ্কর দাবি করেন, রাজ্য সরকারের একাধিক চাকরি নাকি, তাঁর হাতেই রয়েছে ৷ তাঁর এক কথায় নাকি অনেক লোকের সরকারি চাকরি হয়ে গিয়েছে।

এরপরেই মহিলা জানান, ছেলেকে রাজ্য সরকারের উঁচু পদে চাকরি পাইয়ে দেবেন বলে জানান দীপঙ্কর ৷ তার পরিবর্তে তিনি প্রায় 2 লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ। সেই মতো ওই মহিলা প্রায় দেড় লক্ষ টাকা দীপঙ্করকে দেন বলে দাবি করেন ৷ এরপরেই অভিযোগ করে জানান, টাকা পাওয়ার পর থেকে দীপঙ্কর তাঁদের সঙ্গে যোগাযোগ রাখতেন না। পরে তাঁকে ফোন করে টাকা চাইলে, তিনি নাকি সুব্রত বক্সীর জামাই বলে হুমকি দিতেন বলে অভিযোগ ৷

এরপর ওই মহিলা স্থানীয় আনন্দপুর থানায় দীপঙ্করের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এলাকা থেকেই দীপঙ্করকে গ্রেফতার করে আনন্দপুর থানার পুলিশ। অভিযুক্তকে শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হয়েছে।

আরও বলুন

1. যৌন হেনস্তার অভিযোগ, স্বেচ্ছামৃত্যু চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি মহিলা বিচারকের

2.বিরাটের রেস্তোরাঁর বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ! পিপিএলের গান বাজানোয় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা

3.কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে তলব সিআইডির

ABOUT THE AUTHOR

...view details