পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা, গড়িয়াহাটে কান ছিঁড়ল বৃদ্ধের - গুরুতর আহত বৃদ্ধ

গড়িয়াহাটে দুটি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা ৷ গুরুতর আহত হলেন এক বৃদ্ধ ৷

ছবিটি প্রতীকী

By

Published : Aug 9, 2019, 5:13 PM IST

Updated : Aug 9, 2019, 7:49 PM IST

কলকাতা, 9 অগাস্ট : দু'টি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটল গড়িয়াহাটে ৷ দু'কান ছিঁড়ল এক বৃদ্ধের ৷ কাটা গেছে একটি আঙুলও ৷ আপাতত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি ৷ বাস দু'টিকে আটক করেছে পুলিশ ।

আজ সকাল 10টা নাগাদ গড়িয়াহাট মোড় থেকে রাসবিহারীগামী 212 রুটের বাসে ওঠেন সমীর পাল নামে এক ব্যক্তি । তাঁর বাড়ি ঢাকুরিয়ায় । বাসের পাদানিতে দাঁড়িয়েছিলেন তিনি ৷ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, গড়িয়াহাট মোড়ের সিগন্যাল ছাড়ার পর 3C/2 রুটের একটি বাস সেটিকে ওভারটেক করতে যায় ৷ আচমকা ব্রেক কষে 212 রুটের বাসটি ৷ ছিটকে যান সমীরবাবু ৷ তাঁকে ধাক্কা মারে 3C/2 বাসটি ৷ ছিঁড়ে যায় দুটি কানই ৷ কেটে গেছে একটি আঙুলও ৷ তাঁকে উদ্ধার করে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে তাঁকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

এর আগে, 25 জুলাই টালিগঞ্জের করুণাময়ীতে বাসের পাদানিতে ঝুলতে গিয়ে এক যাত্রীর কনুইয়ের নিচ থেকে হাতের অংশ বাদ চলে গিয়েছিল । এরপর বাসের রেষারেষির জেরে টালিগঞ্জ ট্রামডিপোর কাছে এক যাত্রী মাথায় গুরুতর চোট পান । আর এবার প্রায় একইভাবে দুর্ঘটনা ঘটল গড়িয়াহাটে ৷

Last Updated : Aug 9, 2019, 7:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details