কলকাতা, 7 মে : 24 ঘণ্টার মধ্যে কোরোনায় আক্রান্ত হলেন আরও এক পুলিশকর্মী । তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে বলে খবর।
এবার কোরোনায় আক্রান্ত পার্কস্ট্রিট থানার এক পুলিশকর্মী - কোরোনা আক্রান্ত পার্কস্ট্রিট থানার এক পুলিশকর্মী
গতকাল মধ্য কলকাতার এক থানার OC-র কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে। আজ পার্কস্ট্রিট থানার এক পুলিশকর্মীও কোরোনায় আক্রান্ত হলেন তিনি ।
গতকাল মধ্য কলকাতার এক থানার OC-র কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে। জানা গেছে, সম্প্রতি জ্বর হওয়ায় ছুটিতে চলে যান তিনি। পরে কোরোনার অন্যান্য উপসর্গ দেখা দিলে সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্ট পজ়িটিভ আসে । উল্লেখ্য, প্রগতি ময়দান থানায় যে আধিকারিকের সস্ত্রীক সংক্রমণ হয়েছে, তাঁর কোয়ার্টারের পাশেই এই থানাটি অবস্থিত।
পার্কস্ট্রিটের সংক্রমিত অফিসার এখনও পর্যন্ত কার কার সংস্পর্শে এসেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তৈরি করা হচ্ছে তালিকা। সব মিলিয়ে কলকাতা পুলিশের চিন্তা আরও বাড়ল। যদিও ইতিমধ্যে প্রতিদিন সবকটি থানায় জীবাণুমুক্ত করার কাজ চলছে। সংক্রমণ এড়াতে ইতিমধ্যেই নির্দিষ্ট নির্দেশিকা দিয়েছেন কলকাতার নগরপালও।