কলকাতা, 19 জুন: কোরোনা আক্রান্ত ডাক বিভাগের কর্মী ৷ GPO কলকাতায় কর্মরত ওই কর্মীর শরীরে কোরোনা ভাইরাসের হদিস পাওয়া গেছে ৷ কর্মী কোরোনা আক্রান্ত জানার পরই বৃহস্পতিবার তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় GPO । আজও বন্ধ থাকবে রাজ্যের ডাক বিভাগের সদর দপ্তর । এমনটাই জানিয়েছেন GPO-র কলকাতা শাখার মুখ্য আধিকারিক অমিতাভ সিংহ ।
কোরোনা আক্রান্ত GPO কলকাতার এক কর্মী - কোরোনা আক্রান্ত এক ডাক কর্মী
কোরোনার করাল থাবা এবার কলকাতা GPO তে ৷ GPO-র সেভিংস বিভাগের এক কর্মী কোরোনা আক্রান্ত বলে জানা গেছে ৷ তারপরই বন্ধ করে দেওয়া হয় GPO-র কাজকর্ম ৷
জানা গেছে, বারাসতের বাসিন্দা ওই ডাক কর্মী GPO-র সেভিংস বিভাগে কাজ করতেন । দিন কয়েক আগে অসুস্থ হয়ে অফিস থেকে বাড়ি চলে যান । পরে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয় । সেই সূত্রে তার সওয়াবের নমুনা পরীক্ষা হয় । সেই নমুনা রিপোর্ট আজ পজ়িটিভ আসে । ইতিমধ্যেই ডাক বিভাগের ওই কর্মীকে বারাসাত COVID হাসপাতালে ভরতি করা হয়েছে । তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন অমিতাভ বাবু ।
ডাক বিভাগের ওই কর্মীর কোরনা সংক্রমণের খবর আসার পরেই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় GPO। শুক্রবার GPO স্যানিটাইজ় করার কাজ চলবে । এদিকে ওই কর্মীর সংস্পর্শে সম্প্রতি কারা কারা এসেছিলেন সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে ।