পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Municipal Corporation: পুরনো বাড়ি সংস্কার, বিধানসভায় পেশ সংশোধনী বিল - জীর্ণ বাড়ি সংস্কার করতে বিধানসভায় সংশোধনী বিল

জীর্ন বাড়ি সংস্কার করতে বিধানসভায় সংশোধনী বিল আনল রাজ্য সরকার (Kolkata Municipal Corporation) ৷ বাড়ি মালিকদের অধিকার সুনিশ্চিত করেই বাড়ি সংস্কার হবে ৷ নতুন সংশোধনী আইনে মালিক পক্ষের অধিকারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে কলকাতা পৌরনিগম সূত্রে ৷

Kolkata Municipal Corporation
ETV Bharat

By

Published : Nov 25, 2022, 10:18 AM IST

Updated : Nov 25, 2022, 11:21 AM IST

কলকাতা, 25 নভেম্বর: শহর কলকাতায় একটা বড় সমস্যা জরাজীর্ণ বাড়ি (Kolkata Municipal Corporation)। এতদিন মালিকানা চলে যাওয়ার ভয়ে মালিকরা বাড়ির সংস্কার করতেন না ৷ আবার এই সমস্ত বাড়ির সংস্কার করতে সমস্যা হত পৌরনিগমের। কারণ বাসিন্দারে অন্যত্র সরিয়ে সেই সংস্কার করতে হত । সেটা অনেক সময়ই সমস্যার কারণ হয়ে দাঁড়াত । মালিকানা চলে যাওয়ার ভয়ে দিনের পর দিন বিপজ্জনক ও জরাজীর্ণ বাড়িতেই থাকতেন বাসিন্দারা। বহু ক্ষেত্রে দেখা যেত সেসব বাড়ি ভেঙে গিয়ে ঘটত দুর্ঘটনা। এবার তাঁদের মালিকানা নিশ্চিত করে বাড়ি সংস্কার করতে আইনি রক্ষাকবচ দিতে চলেছে কলকাতা পৌরনিগম।

বৃহস্পতিবার পৌর আইনে সংশোধনী এনে এই সমস্যার সমাধান করার চেষ্টা করল রাজ্য সরকার। এদিন রাজ্য বিধানসভায় এই আইনের সংশোধনী পেশ করা হয়েছে । এই প্রসঙ্গে কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘এতদিন যে আইন ছিল, সেখানে পৌরসভা সরাসরি বিপজ্জনক বাড়ি ভাঙতে পারত না। নোটিশ করা হত কেবল। এই সংশোধনী বিল পাশ হলে পৌরসভা বিপজ্জনক বাড়ি ভেঙে দিতে পারবে।"

আরও পড়ুন: কলকাতার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ভিন্নমত মেয়র ও ডেপুটি মেয়র

তিনি আরও জানান, এই বিল পাশ হলে জমি রেজিস্ট্রি করলে সরাসরি তার মিউটেশন হয়ে যাবে। তাঁর দাবি, এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত । এতে প্রশাসনিক কাজেও স্বচ্ছতা আসবে।

Last Updated : Nov 25, 2022, 11:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details