কলকাতা, 25 নভেম্বর: শহর কলকাতায় একটা বড় সমস্যা জরাজীর্ণ বাড়ি (Kolkata Municipal Corporation)। এতদিন মালিকানা চলে যাওয়ার ভয়ে মালিকরা বাড়ির সংস্কার করতেন না ৷ আবার এই সমস্ত বাড়ির সংস্কার করতে সমস্যা হত পৌরনিগমের। কারণ বাসিন্দারে অন্যত্র সরিয়ে সেই সংস্কার করতে হত । সেটা অনেক সময়ই সমস্যার কারণ হয়ে দাঁড়াত । মালিকানা চলে যাওয়ার ভয়ে দিনের পর দিন বিপজ্জনক ও জরাজীর্ণ বাড়িতেই থাকতেন বাসিন্দারা। বহু ক্ষেত্রে দেখা যেত সেসব বাড়ি ভেঙে গিয়ে ঘটত দুর্ঘটনা। এবার তাঁদের মালিকানা নিশ্চিত করে বাড়ি সংস্কার করতে আইনি রক্ষাকবচ দিতে চলেছে কলকাতা পৌরনিগম।
বৃহস্পতিবার পৌর আইনে সংশোধনী এনে এই সমস্যার সমাধান করার চেষ্টা করল রাজ্য সরকার। এদিন রাজ্য বিধানসভায় এই আইনের সংশোধনী পেশ করা হয়েছে । এই প্রসঙ্গে কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘এতদিন যে আইন ছিল, সেখানে পৌরসভা সরাসরি বিপজ্জনক বাড়ি ভাঙতে পারত না। নোটিশ করা হত কেবল। এই সংশোধনী বিল পাশ হলে পৌরসভা বিপজ্জনক বাড়ি ভেঙে দিতে পারবে।"