পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমফান : বাংলাকে দ্বিতীয় দফায় 2707 কোটি টাকা দেবে কেন্দ্র - আমফান অর্থ সাহায্য কেন্দ্রের

বিধ্বংসী ঘূর্ণিঝড়ের পর পরিস্থিতি পরিদর্শনে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ত্রাণ ও পুনর্গঠনের জন্য 1 হাজার কোটি টাকা সাহায্য করেছিলেন তিনি । আমফান মোকাবিলার জন্য এবার বাংলাকে দ্বিতীয় দফায় 2707 কোটি টাকা অর্থ সাহায্য করবে কেন্দ্র ।

Amphan
আমফান

By

Published : Nov 13, 2020, 2:16 PM IST

Updated : Nov 13, 2020, 2:56 PM IST

কলকাতা, 13 নভেম্বর : বাংলায় আমফানে ক্ষয়ক্ষতির জন্য দ্বিতীয় দফার আর্থিক সাহায্য করছে কেন্দ্রীয় সরকার । জানা গেছে, 2707 কোটি টাকা অর্থ সাহায্য করবে কেন্দ্র । মে মাসে আমফান ঘূর্ণিঝড় তছনছ করে দিয়েছিল রাজ্যের সমুদ্র উপকূলবর্তী কয়েকটি জেলাকে । এর মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকা । বিধ্বংসী ঘূর্ণিঝড়ের পর পরিস্থিতি পরিদর্শনে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ত্রাণ ও পুনর্গঠনের জন্য 1 হাজার কোটি টাকা সাহায্য করেছিলেন তিনি ।

যেভাবে এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য কেন্দ্রের দেওয়া এই অর্থ পর্যাপ্ত নয় বলে বারবারই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অবশেষে আমফানের ক্ষয়ক্ষতির জন্য দ্বিতীয় দফার অর্থ বরাদ্দ করল কেন্দ্র । জানা গেছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে 2 হাজার 707 কোটি 77 লাখ টাকা দেওয়া হচ্ছে ।

তবে শুধুমাত্র বাংলাকে নয়, আমফান, বন্যা-সহ বিভিন্ন বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হওয়া আরও পাঁচ রাজ্যকেও অর্থ সাহায্য করছে কেন্দ্র । এই রাজ্যগুলি হল ওড়িশা, মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশ ও সিকিম । আমফানের ক্ষয়ক্ষতির জন্য ওড়িশাকে 123 কোটি 23 লাখ টাকা সাহায্য করবে কেন্দ্র । আগে সাহায্য করেছিল 500 কোটি টাকা । ঘূর্ণিঝড় মোকাবিলায় জন্য মহারাষ্ট্রকে 268 কোটি 59 লাখ টাকা, বন্যার ক্ষয়ক্ষতির জন্য কর্নাটককে 577 কোটি 84 লাখ টাকা, মধ্যপ্রদেশের বিপর্যয় মোকাবিলার জন্য 611 কোটি 61 লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র । এছাড়াও সিকিমের ধস মোকাবিলার জন্য 87 কোটি 84 লাখ টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার ।

Last Updated : Nov 13, 2020, 2:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details