কলকাতা, 27 সেপ্টেম্বর: ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্তদের ত্রাণসামগ্রী চুরি (Amphan Relief Case) সংক্রান্ত মামলার গুরুত্ব বিবেচনা করে তাকে স্বতঃপ্রণোদিত মামলা (Suo Moto Case) হিসেবে গ্রহণ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে গত দু'দিন ধরে শুনানি চলে ৷ আজ মামলাকারীর তরফে কোনও আইনজীবী আদালতে হাজির না-থাকায় বিষয়টিকে স্বতঃপ্রণোদিত মামলা হিসেবে গ্রহণ করে আদালত ।
অভিযোগ, গত বছর ঘূর্ণিঝড় আমফানের পর বসিরহাট 2 নম্বর ব্লকের ঘোড়ারাস কুলীন গ্রামে ত্রাণসামগ্রী পাঠায় রাজ্য সরকার । কিন্তু ওই ত্রাণসামগ্রী পঞ্চায়েতের উপপ্রধান তাঁর বাড়ির গোডাউনে মজুত করেন । পরে মালতীপুর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে 2 ট্রাক ভর্তি ত্রাণসামগ্রী উদ্ধার করা হয় । গ্রামবাসীদের অভিযোগ, ত্রাণ পাচারের ঘটনায় পুলিশ মামলা করেছিল ঠিকই, কিন্তু তাতে উপযুক্ত ধারা যোগ করা হয়নি । এরপরই কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ওই গ্রামের এক বাসিন্দা ।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রিপোর্ট চেয়েছিল রাজ্যের কাছে । মামলার শুনানিতে সেই রিপোর্ট রাজ্যের তরফের আইনজীবী আদালতে পেশ করেন । কিন্তু রিপোর্ট দেখার পরই অসন্তোষ প্রকাশ করেছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ৷ এই রিপোর্ট শুধুমাত্র আইওয়াশ করার জন্যই বলে তিনি মন্তব্যও করেছিলেন । আজ আবার রাজ্যকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । কিন্তু আজও রাজ্য যে হলফনামা দেয়, তাতে সন্তুষ্ট নয় হাইকোর্ট ।
আরও পড়ুন:Durga Puja Guideline: কী হবে পুজোর গাইডলাইন দিয়ে ? কেউ কি তা মানে ? : হাইকোর্ট