পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্য BJP-তে বড়সড় পরিবর্তন - রাজ্য BJP-র নতুন সাংগঠনিক সাধারণ সম্পাদক

সুব্রত চট্টোপাধ্যায়ের জায়গায় রাজ্য BJP-র নতুন সাধারণ সম্পাদক (সংগঠন)-এর দায়িত্বে অমিতাভ চক্রবর্তী ।

General Secretary of BJP
General Secretary of BJP

By

Published : Oct 28, 2020, 10:09 PM IST

কলকাতা, 28 অক্টোবর : 2021 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক স্তরে বড়সড় পরিবর্তন রাজ্য BJP-তে । রাজ্য দলের সাধারণ সম্পাদক(সংগঠন) পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সুব্রত চট্টোপাধ্যায়কে । দায়িত্ব দেওয়া হয়েছে অমিতাভ চক্রবর্তীকে ।

সূত্রের খবর, সুব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দিল্লিতে BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছে । আরও অভিযোগ, দলে যোগ্য ও পুরোনো BJP কর্মীদের পদ না দিয়ে সুব্রত-ঘনিষ্ঠ ব্যক্তিদের পদে বসানো হয়েছে । এছাড়া সুব্রত চট্টোপাধ্যায়ের কাজে ক্ষুব্ধ BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষও ।

নতুন সাধারণ সম্পাদক(সংগঠন) অমিতাভ চক্রবর্তী

দিল্লি সূত্রে খবর, RSS-কে অন্ধকারে রেখে একাধিক সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছেন সুব্রত চট্টোপাধ্যায় । সুব্রত চট্টোপাধ্যায়ে পক্ষে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সওয়াল করলেও শেষরক্ষা হল না । মুকুল রায়ও তাঁর বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন বলেও সূত্রের খবর ।


দলের আর একটি সূত্রের বক্তব্য, BJP-র 39টি সাংগঠনিক জেলার সভাপতিদের মধ্যে অনেককে সরিয়ে দেওয়া হতে পারে। অনেকে রয়েছেন যাঁদের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ থাকা সত্ত্বেও সুব্রত চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ায় সেই পদে বহাল ছিলেন। কিন্তু এবার সেই জেলা সভাপতিদের সরানো হতে পারে বলে জানা গিয়েছে ।

BJP সাধারণ সম্পাদক(সংগঠন)-এর দায়িত্ব পাওয়ার পর অমিতাভ চক্রবর্তী বলেন,"ডিসেম্বর মাসে আমাকে সহকারী সাধারণ সম্পাদক(সংগঠন)-এর দায়িত্ব দেওয়া হয়। আমি দলের একজন অনুগত সৈনিক। দল আমাকে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে বড় দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব।"

ABOUT THE AUTHOR

...view details