কলকাতা, 12 সেপ্টেম্বর : তিনি পুজো উদ্বোধনে আসলে এক ঢিলে বেশ কয়েকটা পাখি মারা যাবে ৷ প্রথমত, বাংলার মাটিতে গেরুয়া শিবিরের শক্তি ফের একবার স্পষ্ট করা যাবে ৷ দ্বিতীয়ত, আগামী বিধানসভা ভোটের আগে বিপক্ষের দিকে চ্যালেঞ্জ জানানোর কাজটা ভালো ভাবে করা যাবে ৷ এতসব ভেবেই দিলীপ ঘোষদের অনুরোধ ছিল যেন এ বার পুজো উদ্বোধনে রাজ্যে আসেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ রাজ্য নেতৃত্বের সেই আবেদন সাড়া দিলেন শাহ ৷ জানালেন সম্মতিও ৷ তার আগে মহালয়াতে রাজ্যে আসার কথা দলের কার্যকরী সভাপতি জে পি নাড্ডার ৷ বুধবার দিল্লিতে অমিত শাহের বাড়িতে বঙ্গ BJP-র রাজ্য নেতারা বৈঠক করেন । উপস্থিত ছিলেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশ, দিলীপ ঘোষ, মুকুল রায়, সুব্রত চট্টোপাধ্যায়, রাহুল সিনহা-সহ অন্যরা । দিলীপ ঘোষ ও মুকুল রায় এর কাছ থেকে বাংলার বিষয়ে বিস্তারিত রিপোর্ট নেন শাহ । সেই বৈঠকেই রাজ্যে আসার বিষয়ে সম্মতি জানান সর্বভারতীয় সভাপতি ৷
রাজ্য নেতৃত্বের অনুরোধ মেনে পুজো উদ্বোধনে আসছেন অমিত শাহ - Amit Shah will come in inauguration of Durga Puja
দিলীপ ঘোষদের অনুরোধ ছিল যেন এ বার পুজো উদ্বোধনে রাজ্যে আসেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ রাজ্য নেতৃত্বের সেই আবেদন সাড়া দিলেন শাহ ৷ জানালেন সম্মতিও ৷
![রাজ্য নেতৃত্বের অনুরোধ মেনে পুজো উদ্বোধনে আসছেন অমিত শাহ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4411663-thumbnail-3x2-amit.jpg)
লক্ষ্য বিধানসভা ভোট । সেই নিয়ে বিস্তারিত আলোচনা হয় গতকালের বৈঠকে । অমিত শাহের বাসভবনে বৈঠকের আগে কৈলাস বিজয়বর্গীয়র বাড়িতেও একটি বৈঠক হয় । সেই বৈঠকে মুকুল রায় একটি গোপন রিপোর্ট জমা দেন বলে দলীয় সূত্রে খবর । এ বারের লোকসভা নির্বাচনের নিরিখে BJP 121 টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিল । এই 121 টি ছাড়াও আরও 44 টি বিধানসভা আসনে খুব কম ভোটের ব্যবধানে হেরেছে BJP । এই 44 টি কম মার্জিনে হারা আসনকে পাখির চোখ করছে বঙ্গ BJP।
রিপোর্টে বলা হয়েছে, এই 44 টি বিধানসভা কেন্দ্রে মণ্ডল স্তর থেকে জেলা স্তর পর্যন্ত বিশেষ পর্যালোচনা করা হবে । সেই পর্যালোচনা করে দেখার পর প্রাথমিক যে রিপোর্ট আসবে, তা সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে পাঠানো হবে । প্রাথমিকভাবে এই বৈঠকে ঠিক হয়েছে ওই 44 টি আসনে BJPর কোন কোন জায়গায় খামতি ছিল তা বের করা হবে এবং খামতি পূরণের জন্য রাজ্য কমিটির 5 জন নেতাকে দায়িত্ব দেওয়া হচ্ছে । বৈঠকে প্রাথমিকভাবে ঠিক হয়েছে, এই 5 জন রাজ্য নেতা ওই 44 টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘুরবেন এবং রিপোর্ট তৈরি করে তা দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে জমা দেবেন । কৈলাশ বিজয়বর্গীয়র বাড়িতে হওয়া টানা 1 ঘণ্টার এই বৈঠকের প্রাথমিকভাবে 2021 এর বিধানসভা নির্বাচনের জন্য কী কী পদক্ষেপ করা হবে তারই প্রস্তুতি নেওয়া হয় ।