কলকাতা, 1 ফেব্রুয়ারি : 8 ফেব্রুয়ারি রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বিজেপি সূত্রে এই খবর জানা গিয়েছে । পশ্চিমবঙ্গ সফরে এসে কোচবিহার ও গঙ্গাসাগরে রথযাত্রার সূচনা করবেন তিনি ।
বিজেপি সূত্রে খবর, 6 ফেব্রুয়ারি সরকারি কর্মসূচিতে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । 7 ফেব্রুয়ারি রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সরকারি কর্মসূচিতে তিনি রাজ্যে আসছেন । কোনও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন না প্রধানমন্ত্রী । এরপরই 8 ফেব্রুয়ারি রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।