কলকাতা, 18 ডিসেম্বর : লোকসভার ফলাফলের পর সলতে পাকানো শুরু । সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি আশা আরও বাড়িয়েছে । রাজ্যে প্রথমবার সরকার গড়ার স্বপ্ন দেখছে গেরুয়া শিবির । এই পরিস্থিতিতে আজ রাতে রাজ্যে আসছেন অমিত শাহ ।
রাত সাড়ে এগারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছাবেন তিনি । সেখান থেকে যাবেন নিউটাউনের ওয়েস্টিন হোটেলে । রাতে ওই হোটেলে থাকবেন ।
শনিবার সকাল থেকে শুরু হবে তাঁর একের পর এক কর্মসূচি । সকাল পৌনে দশটায় ওই হোটেলে এনআইএ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন । আধ ঘণ্টার বৈঠক শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রওনা দেবেন বিবেকানন্দ রোডে স্বামীজির বাড়িতে । সেখানে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধার্ঘ্য জানাবেন ।
সোয়া এগারোটা নাগাদ স্বামীজির বাড়ি থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ । সেখান থেকে হেলিকপ্টারে যাবেন মেদিনীপুরে । সেখানে জনসভা রয়েছে তাঁর । যে জনসভার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল । আজ আসার আগে বাংলায় টুইট করে রাজ্যে আসার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷
তবে জনসভার আগে দুপুর সাড়ে 12টায় সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেবেন তিনি । দেবী মহামায়া মন্দিরেও পুজো দেবেন । এরই মাঝে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর মূর্তিতে মালা দেবেন ।
দুপুর দেড়টা নাগাদ পৌঁছাবেন বালিজুড়ি গ্রামে । সেখানে সনাতন সিং নামে এক কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন । মধ্যাহ্নভোজনের পর যাবেন মেদিনীপুর কলেজ মাঠে ।
এই সংক্রান্ত খবর : শাহ-র আতিথেয়তায় প্রস্তুত কৃষক পরিবার, দুপুরে পাতে ভাত-ডাল-রুটি
এই মাঠেই রয়েছে তাঁর সভা । যেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল । এই সভায় তৃণমূলে যোগ দিতে পারেন শুভেন্দু অধিকারীসহ একাধিক তৃণমূল বিধায়ক, নেতা । অন্য দলের নেতারাও অমিতের সভায় থাকতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছে । আড়াইটে থেকে সাড়ে তিনটে পর্যন্ত ওই সভায় থাকার কথা অমিতের ।
এই সংক্রান্ত খবর : শুভেন্দুর সঙ্গে কি বিজেপিতে 12 তৃণমূল বিধায়ক ?
মেদিনীপুর থেকে কলকাতায় ফিরে আসবেন তিনি । ওয়েস্টিন হোটেলে কিছুক্ষণ থেকে বালিগঞ্জে যাবেন । সেখানে একটি বৈঠক করবেন । এরপর ওয়েস্টিন হোটেলে ফিরে আসবেন । হোটেলেও একটি বৈঠকের কথা রয়েছে ।
রবিবার সকালে বীরভূম যাবেন অমিত । সকাল 10টা 50 মিনিট নাগাদ হেলিকপ্টারে বিশ্বভারতীতে পৌঁছাবেন । 11টা থেকে 12টা 40 মিনিট পর্যন্ত বিশ্বভারতীর অনুষ্ঠানে থাকবেন । বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে যাবেন ।
বিশ্বভারতী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন পারুলডাঙা গ্রামে । সেখানে বাউল শিল্পী বাসুদেব দাস বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন । এরপরই শুরু হবে তাঁর রোড শো । হনুমান মন্দির স্টেডিয়াম রোড থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত রোড শোর আয়োজন করা হয়েছে । দুপুর 2টা থেকে 4টে পর্যন্ত চলবে অমিতের রোড শো ।
এই সংক্রান্ত খবর :অমিত শাহকে দেহতত্ত্বের গান শোনাবেন বাউল শিল্পী
এরপর বোলপুরে ক্যামেলিয়া রিসর্টে পৌঁছাবেন তিনি । পৌনে পাঁচটা নাগাদ সাংবাদিক বৈঠক করবেন । একঘণ্টার সাংবাদিক বৈঠক শেষে সড়ক পথে অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন ।
দু'দিনের ঠাসা কর্মসূচি সেরে অন্ডাল বিমানবন্দর থেকে রবিবার রাত আটটা নাগাদ দিল্লির উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ ।