পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Amit Shah: পঞ্চায়েত ভোট মিটতেই অগস্টে রাজ্যে আসছেন অমিত শাহ - অগস্ট মাসেই তিনি রাজ্য সফরে আসছেন

পঞ্চায়েত ভোট মিটতেই রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ রাজ্য বিজেপির পাশাপাশি ভোট চলাকালীন এবং তার পরবর্তী সময়েও যেভাবে বিরোধীদের উপর সন্ত্রাস চালানো হচ্ছে, তা নিয়ে কী বার্তা দেন অমিত, সেদিকেই তাকিয়ে রাজ্য ৷

Etv Bharat
অগস্টে রাজ্যে আসছেন অমিত শাহ

By

Published : Jul 15, 2023, 5:46 PM IST

Updated : Jul 15, 2023, 6:23 PM IST

কলকাতা, 15 জুলাই:পঞ্চায়েত ভোট মিটতেই ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অগস্ট মাসেই তিনি রাজ্য সফরে আসছেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে ৷ ভোটের শুরু থেকে রাজ্যে যে অশান্তি-হিংসা শুরু হয়েছে তা এখনও অব্যাহত, এর মাঝে অমিত শাহের রাজ্যে আসা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না ৷

শুক্রবারই অমিত শাহের সঙ্গে দেখা করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ রাজ্যের পঞ্চায়েত ভোট এবং তার পরবর্তী সময়ে বিরোধীদের উপর চরম অত্যাচার, হিংসা এবং সন্ত্রাস চালানো হচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূলের পক্ষ থেকে, তা নিয়ে দু'জনের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে বলেই খবর ৷ আলোচনা হয়েছে 355 ধারা নিয়েও ৷ এমনকী সুকান্তর সঙ্গে বৈঠকের পর বাংলায় টুইট করে রাজ্য বিজেপি নেতৃত্বের দরাজ প্রশংসাও করেন অমিত শাহ ৷ এরপরই শনিবার জানা গেল, রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে রাজ্যে ফিরে বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এদিন অমিত শাহের রাজ্য সফরের বিষয়টি জানিয়েছেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্য সফরে এসে বেশ কয়েকটি জেলায় একাধিক জনসভা করার কথা রয়েছে অমিত শাহের। পঞ্চায়েত নির্বাচনে আশাতীত ভালো ফল করেছে বিজেপি। যার সার্টিফিকেট আগেই দিয়েছেন অমিত শাহ ৷ কিন্তু ভোট পর্ব শেষ হলেও সন্ত্রাস অব্যাহত রয়েছে রাজ্যে। আদালতের নির্দেশ অনুসারে নির্বাচনের পরও আরও 10 দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে রাজ্যে। সন্ত্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইতিমধ্যেই টুইটও করেছেন অমিত শাহ। সুতরাং, এর থেকে স্পষ্ট যে রাজ্যের পরিস্থিতির উপর নজর রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। সে কারণেই পঞ্চায়েত নির্বাচনের ঠিক পরপরই রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: মনোনয়ন প্রত্যাহার রথীনের, রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল-বিজেপির সকল প্রার্থী

রাজ্যে পরিস্থিতির খতিয়ান নিতে তো বটেই, আগামী লোকসভার রণকৌশলও এই সফর থেকে ঠিক করবেন অমিত শাহ ৷ পাশাপাশি রাজ্যের নেতা থেকে কর্মীদের বেশ কিছু হোম টাস্কও দিতে পারেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগেও রাজ্যে এসেছেন অমিত শাহ। সে সময়ও রাজ্য বিজেপির তরফে জানা গিয়েছে, আগামী লোকসভা নির্বাচনের জন্য রীতিমত টার্গেট বেঁধে দিয়ে গিয়েছিলেন অমিত শাহ। এমনকী তিনি যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিশেষ ভাবিত ছিলেন না, তাও স্পষ্ট করা হয়েছিল দলের তরফে ৷

রাজ্য বিজেপি নেতৃত্বের দাবি, শাসকদলের লাগামছাড়া সন্ত্রাসের মধ্যেও যে পঞ্চায়েত নির্বাচনে কিছুটা হলেও ভালো ফল করেছে গেরুয়া শিবির তাতেই উচ্ছ্বসিত কেন্দ্রীয় নেতারা। পাশাপাশি এতে যে লোকসভায় পঁয়ত্রিশের বৈতরণী পার করা যাবে না, সেটা বেশ স্পষ্ট। অন্যদিকে বঙ্গ বিজেপির অন্দরেই রয়েছে কোন্দল। তাই সাংগঠনিকভাবে দলকে চাঙ্গা করতেও বেশ কিছু দাওয়াই দিতে পারেন অমিত শাহ।

Last Updated : Jul 15, 2023, 6:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details