কলকাতা, 22 এপ্রিল: আবারও রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আগামী 25 বৈশাখ তিনি কলকাতায় আসতে পারেন বলে বিজেপি সূত্রে খবর ৷ একই সঙ্গে বাংলায় রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে আসতে পারেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাও ৷
2024 সালে লোকসভা ভোট ৷ ওই নির্বাচনে জিতে বিজেপি টানা তিনবারের জন্য কেন্দ্রের ক্ষমতায় থাকতে চায় ৷ ওই ভোটের আর একবছর বাকি ৷ সেই কারণে দেশজুড়ে প্রচারে নেমে পড়েছে বিজেপি ৷ ইতিমধ্যে গত 14 এপ্রিল বীরভূমে জনসভা করে গিয়েছেন অমিত শাহ ৷ সেই সভা থেকে বাংলায় 35টি লোকসভা আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছেন বিজেপির রাজ্য় নেতৃত্বকে ৷
একই সঙ্গে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলে গিয়েছেন, বাংলায় বিজেপিকে 35টি আসনে জেতালেই 2025 সালের মধ্যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের পতন হবে ৷ সেই নিয়ে গত কয়েকদিন ধরেই বিতর্ক চলছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বাংলার সরকার ফেলার চক্রান্ত করার অভিযোগ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি অমিত শাহের পদত্যাগের দাবিতেও সরব হয়েছেন ৷