কলকাতা, 12 অক্টোবর: 2019 সালে সল্টলেকে একটি দুর্গাপুজোর উদ্বোধন করতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তার পরবর্তী তিনটি দুর্গাপুজোয় বাংলায় আসেননি তিনি ৷ অবশেষে তিনি আবার আসছেন দুর্গাপুজোর উদ্বোধনে ৷ শুক্রবার তাঁর যে সফরসূচি প্রকাশিত হয়েছে, তা থেকে স্পষ্ট যে আগামী সোমবার শিয়ালদা সংলগ্ন এলাকার একটি দুর্গাপুজোর উদ্বোধন করবেন তিনি ৷
উল্লেখ্য, উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্বোধনে তিনি আসতে পারেন বলে অনেক আগেই জানা গিয়েছিল ৷ ওই পুজোর পৃষ্ঠপোষক প্রদীপ ঘোষ ও তাঁর ছেলে সজল ঘোষ ৷ সজল কলকাতা পৌরনিগমে বিজেপি কাউন্সিলর ৷ তাঁদের পুজোর এবারের থিম রামমন্দির ৷ মনে করা হচ্ছে, ওই পুজোর উদ্বোধনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন ৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে সফরসূচি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে যে আগামী সোমবার দুপুর 3টে 20 মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছাবেন তিনি৷ সেখানে বিএসএফ-এর হেলিকপ্টারে পৌঁছাবেন আইআরসিটিসি শিয়ালদার হেলিপ্যাডে ৷ সেখান থেকে দুপুর 3টে 55 মিনিট নাগাদ তিনি সড়কপথে পৌঁছাবেন পুজো মণ্ডপে ৷ বিকেল 4টে 45 মিনিট পর্যন্ত তিনি সেখানে থাকবেন ৷ সেখান থেকে সড়কপথে আইআরসিটিসির হেলিপ্যাডে গিয়ে কপ্টারে বিমানবন্দরে পৌঁছাবেন ৷ সেখান থেকে সরাসরি দিল্লির উদ্দেশে রওনা দেবেন ৷
গতবারও এই পুজোর উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসার কথা ছিল ৷ কিন্তু শেষপর্যন্ত তিনি গতবার আসেননি ৷ পরিবর্তে মিঠুন চক্রবর্তী, বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই পুজোর উদ্বোধন করেন ।