পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Amit Shah: কবিগুরুর অনুপ্রেরণায় নয়া শিক্ষানীতি এনেছে মোদি সরকার, দাবি অমিত শাহের - নতুন শিক্ষা নীতি প্রসঙ্গে অমিত শাহ

রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার কলকাতায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এদিন এক অনুষ্ঠানে কেন্দ্রের নয়া জাতীয় শিক্ষা নীতি নিয়ে মুখ খুলে তিনি দাবি করেন, কবিগুরুর আদর্শেই এই নীতি এনেছে মোদি সরকার ৷

Etv Bharat
অমিত শাহ

By

Published : May 9, 2023, 10:27 PM IST

কলকাতা, 9 মে:কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের প্রস্তাবিত নয়া জাতীয় শিক্ষানীতি নিয়ে এই মুহূর্তে দেশজুড়ে চলছে বিতর্ক ৷ শিক্ষাবিদদের একাংশ ও বিরোধী রাজনৈতিক দলগুলি মনে করছে এই শিক্ষানীতি আসলে বিজেপির গৈরিকীকরণের প্রচেষ্টারই অঙ্গ ৷ বিতর্কের মধ্যেইও ইতিমধ্যেই এই নয়া শিক্ষানীতি বাস্তবে রূপায়ণের কাজেও হাত দিয়েছে কেন্দ্র ৷ এর মাঝেই কেন্দ্রের বিতর্কিত এই শিক্ষানীতি নিয়ে সাফাই দিতে গিয়ে খোদ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উল্লেখ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সায়েন্স সিটি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে অংশ নিয়ে শাহ জানিয়েছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেখানে পথে হেঁটেই মাতৃ ভাষায় শিক্ষার উপর জোর দেওয়া হচ্ছে, সেই লক্ষ্যেই কাজ করছে জাতীয় শিক্ষা নীতি ৷

রবীন্দ্রনাথ ঠাকুরের 162 তম জন্মবার্ষিকী উপলক্ষে এদিন বঙ্গ বিজেপির পক্ষ থেকে 'খোলা হাওয়া' নামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সায়েন্স সিটি অডিটোরিয়ামে । এই অনুষ্ঠানে যোগ দিয়ে অমিত শাহ জানান, শান্তিনিকেতনে যে শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেছিলেন রবিগুরু তা বিশ্বের মডেল হওয়া উচিত । রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ব্যবথা সারা বিশ্বের কাছে অনুকরণযোগ্য হওয়া উচিত । যেই বিশ্বভারতী রবিঠাকুর একদিন মাত্র পাঁচ জন ছাত্রকে নিয়ে শুরু করেছিলেন আজ তা বিশ্বের দরবারে পরিচিত ।

রবি স্মরণ করতে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এদিন আরও জানান, তিনি দু'বার শান্তিনিকেতন গিয়েছেন । শান্তিনিকেতনের শিক্ষা পদ্ধতি সারা বিশ্বের কাছে আদর্শ হওয়া উচিত । শান্তিনিকেতনকে আরও পোক্ত এবং মজবুত করে তুলতে হবে তবেই তা বিশ্বকে নতুন পথ দেখাবে । রবীন্দ্রনাথ ঠাকুর মুখস্ত বিদ্যার পরিবর্তে তার জায়গায় একেবারে নতুন একটি পদ্ধতি শিক্ষা পদ্ধতির সূচনা করেছিলেন বলেও মনে করেন শাহ ৷ দেশের শিক্ষাক্ষেত্রে শান্তিনিকেতনের অবদান অনস্বীকার্য ।

এরপরেই নতুন প্রজন্মক উদ্দেশ্য করে অমিত শাহ বলেন,"রবীন্দ্রনাথ ঠাকুর সর্বদাই মাতৃভাষায় পঠনপাঠন এবং শিক্ষার উপরে অনেক বেশি জোর দিয়েছেন । তাই রবি ঠাকুরের দেখানো পথে হেঁটেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় শিক্ষা নীতির প্রণয়ন করেছেন তাতে মাতৃভাষার উপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে ।" দেশের স্বাধীনতা আন্দোলনে গুরুদেবের অবদানকেও এগিন স্মরণ করেন অমিত শাহ ৷ তাঁর কথায়, সক্রিয়ভাবে না থেকেই উনি লেখার মধ্যে দিয়ে দেশের স্বাধীনতা আন্দোলনকে পথ দেখিয়েছেন । বঙ্গভঙ্গর সময়ও বহিষ্কৃত ছাত্রদের পড়ানোর দায়িত্ব নেন তিনি ।

আরও পড়ুন: রাষ্ট্র গীতের রচয়িতাকে চেনেন না অমিত শাহ, কটাক্ষ মহুয়ার

ABOUT THE AUTHOR

...view details