কলকাতা, 9 মে:কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের প্রস্তাবিত নয়া জাতীয় শিক্ষানীতি নিয়ে এই মুহূর্তে দেশজুড়ে চলছে বিতর্ক ৷ শিক্ষাবিদদের একাংশ ও বিরোধী রাজনৈতিক দলগুলি মনে করছে এই শিক্ষানীতি আসলে বিজেপির গৈরিকীকরণের প্রচেষ্টারই অঙ্গ ৷ বিতর্কের মধ্যেইও ইতিমধ্যেই এই নয়া শিক্ষানীতি বাস্তবে রূপায়ণের কাজেও হাত দিয়েছে কেন্দ্র ৷ এর মাঝেই কেন্দ্রের বিতর্কিত এই শিক্ষানীতি নিয়ে সাফাই দিতে গিয়ে খোদ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উল্লেখ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ মঙ্গলবার রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সায়েন্স সিটি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে অংশ নিয়ে শাহ জানিয়েছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেখানে পথে হেঁটেই মাতৃ ভাষায় শিক্ষার উপর জোর দেওয়া হচ্ছে, সেই লক্ষ্যেই কাজ করছে জাতীয় শিক্ষা নীতি ৷
রবীন্দ্রনাথ ঠাকুরের 162 তম জন্মবার্ষিকী উপলক্ষে এদিন বঙ্গ বিজেপির পক্ষ থেকে 'খোলা হাওয়া' নামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সায়েন্স সিটি অডিটোরিয়ামে । এই অনুষ্ঠানে যোগ দিয়ে অমিত শাহ জানান, শান্তিনিকেতনে যে শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেছিলেন রবিগুরু তা বিশ্বের মডেল হওয়া উচিত । রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ব্যবথা সারা বিশ্বের কাছে অনুকরণযোগ্য হওয়া উচিত । যেই বিশ্বভারতী রবিঠাকুর একদিন মাত্র পাঁচ জন ছাত্রকে নিয়ে শুরু করেছিলেন আজ তা বিশ্বের দরবারে পরিচিত ।