কলকাতা, 2 জানুয়ারি : ফোন করে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হন সৌরভ গঙ্গোপাধ্যায় । এর পরই তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে ফোন করেন শাহ । বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয় । বিজেপি সূত্রে খবর, শাহ তাঁর উদ্বেগের কথা জানান । চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে কোনও সমস্যা হলে যেন তাঁকে জানানো হয়, সেকথাও বলেন শাহ ।
শাহর পরই ডোনাকে ফোন করেন পশ্চিমবঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় । নিজের উদ্বেগের কথা জানিয়ে তিনি জানান, দলের কর্মীরা প্রতি মুহূর্তে সৌরভের শারীরিক পরিস্থিতির খোঁজ খবর নিচ্ছেন ।
বেশ কিছু দিন ধরে সৌরভের সঙ্গে বিজেপির রাজ্যে নেতারা যোগাযোগ রেখে চলেছেন । রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও সৌরভ কথা বলেছেন বেশ কয়েকবার । অতি সম্প্রতি সৌরভের রাজভবন যাত্রা নিয়ে খবর শিরোনামে চলে আসে । ঘণ্টাখানেক রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন সৌরভ । এর পরই দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সৌরভ । সেখানেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হয় সৌরভের ।