কলকাতা, 19 ডিসেম্বর : শুভেন্দুকে সঙ্গে নিয়ে নিউটাউনের একটি হোটেলে পৌঁছালেন অমিত শাহ । আজ সেখানে দলে রাজ্যস্তরের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি । বৈঠক শুরু হবে সন্ধে সাড়ে 7টায়। চলবে রাত 9টা পর্যন্ত।
অমিত শাহর সঙ্গে এই বৈঠকে শুভেন্দু ছাড়াও থাকবেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ-সহ বিজেপির কোর টিম । প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে বিজেপির এই বৈঠক । রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, শুভেন্দু বিজেপির তুরুপের তাস হয়ে উঠতে পারেন।