কলকাতা, 15 এপ্রিল: চব্বিশের লক্ষ্য পঁয়ত্রিশ ৷ বৃহস্পতিবার বীরভূমের জনসভা থেকে স্পষ্ট করে দিয়েছেন অমিত শাহ ৷ লক্ষ্যপূরণ যে হবেই, সেটাও গতকাল সন্ধ্যায় দক্ষিণেশ্বর মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আত্মবিশ্বাসের সুরে জানিয়ে দিয়েছেন বিজেপির এই হেভিওয়েট নেতা ৷ তার পর রাতে বঙ্গ বিজেপির শীর্ষনেতাদের বুঝিয়ে দিয়েছেন 35টি আসনে জয় পেতে হলে এখন থেকে প্রচারে কী কী কৌশল নিতে হবে ৷ অন্তত বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কথায় সেটাই স্পষ্ট হয়েছে ৷
শুক্রবার সকালে নয়াদিল্লির উদ্দেশে রওনা হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এদিন তাঁর আর কোনও কর্মসূচি ছিল না ৷ কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণেশ্বর থেকে রাজারহাটের একটি হোটেলে ফিরে দফায় দফায় বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন ৷ শুক্রবার সকালে সুকান্ত মজুমদার ও বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর সঙ্গে আলাদা করে বৈঠক করেন ৷
সূত্রের খবর, ওই বৈঠকেই তিনি একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন ৷ দলের অন্দরের কোনও সাংগঠনিক নির্দেশ বিশেষ খোলসা করতে চাননি বালুরঘাটের সাংসদ ৷ তবে জানিয়েছেন, 35টি আসন জেতার জন্য যা যা পদক্ষেপ করা উচিত, সেই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ তাঁরা অমিত শাহের কাছ থেকে পেয়েছেন ৷
2024 সালের মার্চ-এপ্রিলেই লোকসভা নির্বাচন৷ হাতে আর মাত্র একবছর সময় ৷ তাই এখন থেকেই প্রচারে নেমে পড়েছে বিজেপি ৷ গত 6 এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবসে দেওয়াল লিখনের মাধ্যমে সেই কাজের শুরু হয়েছে ৷ তাছাড়া দেশজুড়ে অমিত শাহের সভার পরিকল্পনাও করা হয়েছে বিজেপির তরফে ৷ সেই হিসেবে বাংলায় রয়েছে 14টি সভা করার কথা অমিত শাহের ৷ তার প্রথমটি বৃহস্পতিবার বীরভূমে হল ৷ পরের সভা কবে হবে ?