কলকাতা, 26 ডিসেম্বর: পশ্চিমবঙ্গ থেকে এবার 35টি আসন জয়ে মরিয়া বিজেপি ৷ তাই লোকসভা নির্বাচনের জন্য একটি ইলেকশন ম্যানেজমেন্ট টিম তৈরি করা হল বিজেপির তরফে ৷ মঙ্গলবার বিজেপির সাংগঠনিক বৈঠকে এই টিম তৈরি করেন অমিত শাহ ও বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ ওই ইলেকশন ম্যানেজমেন্ট টিমে 17 জন থাকবেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে ৷
প্রসঙ্গত, মাস দুয়েকের মধ্যেই শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচন ৷ তার আগে বিভিন্ন রাজ্যে ঘর গোছানোর কাজ শুরু করেছে গেরুয়া শিবির ৷ শুরু হয়েছে বিভিন্নস্তরের সাংগঠনিক বৈঠক ৷ সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবেই মঙ্গলবার বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বকে সঙ্গে নিয়ে সাংগঠনিক বৈঠকে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা অমিত শাহ ও দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডা ৷
বিজেপি সূত্রে খবর, চলতি বছরের এপ্রিলে এসে বঙ্গ বিজেপিকে লোকসভা নির্বাচনে আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন অমিত শাহ ৷ সেদিন তিনি দাবি করেছিলেন যে বিজেপি 2024 সালের লোকসভা ভোটে বাংলা থেকে 35টি আসনে জিতবে ৷ তার পর কেটে গিয়েছে কয়েকমাস ৷ সেই লক্ষ্যপূরণে কতটা প্রস্তুত হল বঙ্গ বিজেপি, সেটাই খতিয়ে দেখতে এসেছেন অমিত শাহ ৷
বিজেপির ওই সূত্র থেকে আরও জানা গিয়েছে যে, বৈঠকে রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলা ও লোকসভা আসন-ভিত্তিক রিপোর্ট পেশ করা হবে অমিত শাহ ও জেপি নাড্ডার সামনে ৷ তাছাড়া ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির সদস্য়দের প্রয়োজনীয় দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় ৷ কোন রণকৌশল নিলে 35 আসন জয়ের লক্ষপূরণ হবে, সেটাও বাতলে দেবেন শাহ ৷
উল্লেখ্য, 2019 সালে বাংলা থেকে 18টি লোকসভা আসনে জিতে সকলকে চমকে দিয়েছিল বিজেপি ৷ এবার তারা সেই সংখ্যাকে দ্বিগুন করতে চায় ৷ রাজনৈতিক মহলের মতে, সামগ্রিকভাবে সারা দেশ থেকে 400-র বেশি আসনে জিততে চায় বিজেপি ৷ তাই বেশ কয়েকটি রাজ্যে আসন জয়ের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করা হয়েছে ৷ সেই তালিকায় বাংলাও রয়েছে ৷ সেই লক্ষ্যপূরণ যাতে হয়, সেই কারণেই একেবারে জাতীয় সভাপতিকে সঙ্গে নিয়ে বঙ্গে হাজির হয়েছেন অমিত শাহ ৷
অনেকে মনে করছেন, লক্ষ্যপূরণ করতে হলে একদিকে যেমন বিজেপি সাংগঠনিক ভিত শক্ত করতে হবে ৷ পাশাপাশি অন্তর্দ্বন্দ্বে রাশ টানতে হবে ৷ বিজেপি সূত্রের খবর, সেই বিষয়টি নিয়েও এই বৈঠকে আলোচনা হবে ৷ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42টি আসনের জন্য প্রার্থিতালিকা নিয়ে প্রাথমিক আলোচনা হতে পারে ৷ এছাড়া বিধায়কদেরও রিপোর্ট কার্ড তৈরির নির্দেশ দেওয়া হতে পারে ৷
সোমবার রাতে কলকাতায় আসেন অমিত শাহ ৷ তিনি যে আসবেন, তা নির্ধারিত হয়েছিল দিনকয়েক আগে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে নয়াদিল্লিতে এক বৈঠকের পর ৷ মঙ্গলবার সকালে জোড়াসাঁকোয় একটি গুরুদোয়ারায় যান অমিত শাহ ও জেপি নাড্ডা ৷ সেখান থেকে তাঁরা চলে যান কালীঘাট মন্দিরে ৷ সেখানে পুজো দিয়ে নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে বৈঠক শুরু করেছেন শাহ-নাড্ডা ৷
বিজেপি সূত্রে খবর, বিকেল সাড়ে চারটে পর্যন্ত এই বৈঠক হবে ৷ তার পর রাজ্য নেতৃত্বকে সঙ্গে নিয়ে বিকেল 5টা নাগাদ শাহ ও নাড্ডা পৌঁছাবেন ন্যাশনাল লাইব্রেরিতে ৷ সেখানে বিজেপির আইটি সেল ও সোশাল মিডিয়া সেলের সঙ্গে বৈঠক হবে ৷
আরও পড়ুন:
- পুজো-প্রার্থনায় কলকাতার দুই লোকসভা আসনে শাহী-জনসংযোগ, সঙ্গী জেপি নাড্ডা
- আজ রাতেই শহরে স্বরাষ্ট্রমন্ত্রী, মঙ্গলে কালীঘাটে পুজো দিয়ে বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠক শাহের
- লোকসভা নির্বাচনের আগে পরিযায়ীদের আসা-যাওয়া, অমিত শাহের সফরকে কটাক্ষ মমতার মন্ত্রী ফিরহাদের