কলকাতা, 29 নভেম্বর: লক্ষ্য ছাব্বিশ ৷ 2023 এর শেষলগ্নে দাঁড়িয়ে সেই বিষয়টিই স্পষ্ট করে দিলেন অমিত শাহ ৷ কলকাতার ভিক্টোরিয়া হাউজের সামনে আয়োজিত প্রতিবাদ সভা থেকে বাংলার মানুষ ও বিজেপি কর্মীদের বুঝিয়ে দিলেন 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জিততেই হবে ৷ একই সঙ্গে জানিয়ে দিলেন, ছাব্বিশের ভোটে জেতার ভিত তৈরি করতে হবে 2024 সালের লোকসভা নির্বাচন থেকে ৷ ওই ভোটে জিতিয়ে আবার প্রধানমন্ত্রী করতে হবে নরেন্দ্র মোদিকে ৷
এ দিন যেখানে অমিত শাহ সভা করেন, ন’বছর আগে তিনি ঠিক একই জায়গায় সভা করেছিলেন ৷ ফলে ভাষণের শুরুতেই তিনি সেই প্রসঙ্গ তোলেন ৷ বলেন, ‘‘2014 সালে এখানে এসেছিলাম ৷ এই জায়গা থেকে তৃণমূলকে হঠানোর কথা বলেছিলাম বিজেপির সভাপতি হিসেবে ৷ বাংলায় 18টি লোকসভা ও 77টি বিধানসভা আসন দিয়ে মানুষ বুঝিয়ে দিয়েছেন পরবর্তী সরকার বিজেপিরই হবে ৷’’
এর পরই অন্য কয়েকটি প্রসঙ্গে উত্থাপন করেই আবার ফিরে যান ভোটের লড়াইয়ে ৷ বাংলার ভোটারদের উদ্দেশ্যে অমিত শাহ বার্তা দেন, ‘‘26-এ এখানে বিজেপির সরকার গড়তে হলে, 24-এ এর ভিত তৈরি করতে হবে ৷ মোদিজিকে বাংলা থেকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করতে হবে ৷’’
এ দিন আধঘণ্টার কিছু কম সময় ধর্মতলার ওই মঞ্চে ভাষণ দেন অমিত শাহ ৷ একেবারে শেষের দিকে এসে তিনি দাবি করেন, ‘‘26-এর ভোটে দুই তৃতীয়াংশ আসনে বিজেপি জিতে সরকার গড়বে ৷’’ এর পরই তিনি মনে করিয়ে দেন আসন্ন লোকসভা নির্বাচনের কথা ৷ অমিত শাহ বলেন, ‘‘তার আগে 24-এর ভোটে ৷ এত সিট দিন, যে শপথের পর মোদিজি বলতে পারেন আমি বাংলার জন্য প্রধানমন্ত্রী হয়েছি ৷’’