পশ্চিমবঙ্গ

west bengal

চ্যালেঞ্জ জানিয়ে বলছি, রাজ্য সম্পর্কে মিথ্যা কথা বলেছেন সীতারমন : অমিত মিত্র

By

Published : Jun 30, 2020, 4:39 AM IST

পরিযায়ী শ্রমিক, কোরোনা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে গতকাল রাজ্য সরকারকে আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । তা নিয়ে সরব হলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র ।

Amit Mitra
রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র

কলকাতা, 30 জুন : দেশের বেহাল অর্থনৈতিক অব্যবস্থা না সামলে সাধারণ মানুষের নজর ঘোরাতে রাজনীতি করতে নেমে পড়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । নির্মলা সীতারমনকে এভাবেই কটাক্ষ করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন, "আমি চ্যালেঞ্জ জানিয়ে বলছি, রাজ্য সম্পর্কে উনি যা বলেছেন তা সর্বৈব মিথ্যা । দেশের GDP তলানিতে, অস্বাভাবিক বেকারত্বের হার আর এই সময় রাজনীতি করছেন সীতারমন।"

পরিযায়ী শ্রমিক, কোরোনা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে গতকাল রাজ্য সরকারকে আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । আর তা নিয়েই অমিত মিত্র বলেন, "আমি চ্যালেঞ্জ জানিয়ে বলছি, উনি রাজ্য সম্পর্কে যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা । বিভ্রান্তি তৈরির চেষ্টা । দেশের করুণ পরিস্থিতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন । দেশে কোরোনা সংক্রমণের অনেক আগে থেকেই অর্থনীতিতে ধস নেমেছিল । বর্তমান যা আর্থিক পরিস্থিতি তাতে পাঁচ শতাংশ কমে যেতে পারে GDP ।"

তিনি বলেন, "রাজ্যের কোরোনা পরিস্থিতি খুবই খারাপ সে কারণে কেন্দ্র 10 হাজার কোটি টাকা দিয়েছে বলে দাবি করেছেন নির্মলা সীতারমন । এটা একেবারে মিথ্যে । রাজ্যে কোরোনা আক্রান্তের সুস্থ হওয়ার হার 64 শতাংশ।"

এ পর্যন্ত কত পরিযায়ী শ্রমিক ঘরে ফিরেছে তার পরিসংখ্যান রাজ্য সরকার দেয়নি বলে অভিযোগ করেছিলেন নির্মলা সীতারমন। এই অভিযোগ উড়িয়ে দিয়ে অমিত মিত্র জানিয়ে দেন, "23 জুন পরিযায়ী শ্রমিকদের সম্পর্কিত সমস্ত তথ্য ও পরিসংখ্যান পাঠিয়ে দেওয়া হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details