নয়াদিল্লি ও কলকাতা, 23 অগস্ট: রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে 21 এবং 22 নভেম্বর । তারই প্রস্তুতি হিসেবে মঙ্গলবার দিল্লিতে বণিকসভাগুলির সঙ্গে বৈঠক করলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতরের আধিকারিকরা। ছিলেন রাজ্যের প্রাক্তন অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র।সেখানে বিভিন্ন বণিকসভার সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রায় 40টি দেশের প্রতিনিধিরা। সেখানে রাজ্যের শিল্প-সম্ভাবনার কথা তুলে ধরা হল। পাশাপাশি বলা হয়েছে, জমি অধিগ্রহণের প্রশ্নে রাজ্যে এখন কোনও সমস্যা নেই।
রাজ্যের শিল্প ও বাণিজ্য বিষয়ক অগ্রগতিকে তুলে ধরতে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও অতিথিদের দেখানো হয়। একইসঙ্গে বাংলাকে নিয়ে একটি তথ্যচিত্র তাঁদের দেখানো হয়। বাংলায় বিনিয়োগ করলে কী ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যায় তা তুলে ধরা হয়। গত এক দশকে রাজ্যের পরিকাঠামো কতটা ভালো হয়েছে তারও সবিস্তার উল্লেখ ছিল তথ্যচিত্রে। সভায় বিভিন্ন দেশ থেকে আগত অতিথিরাও নিজেদের বক্তব্য তুলে ধরেন।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র বলেন, " শিল্পপতিদের আগ্রহের কেন্দ্র হতে চলেছে পশ্চিমবঙ্গ।" তিনি মনে করেন, আগামিদিনে বহু শিল্পপতি পশ্চিমবঙ্গের বিনিয়োগে আগ্রহ দেখাবেন । তালিকায় এমন শিল্পও রয়েছে যেগুলি অতীতে পশ্চিমবঙ্গে হয়নি। তাঁর অনুমানস, রাজ্যে খনি শিল্পে বিনিয়োগের আগ্রহ আগামিদিনে বাড়বে। ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্পের একাধিক রেলের প্রকল্প তথ্যপ্রযুক্তির একাধিক প্রকল্পও পাইপলাইনে রয়েছে। কল্যাণীতে গোটা দেশে সবচেয়ে বৃহৎ লজিস্টিক হাব তৈরি হতে চলেছে। ইতিমধ্যেই এই লজিস্টিক হাবের কাজও শুরু হয়েছে ।