পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিল্প পুনর্গঠন দপ্তর পেলেন অমিত মিত্র - new depertment to Amit Mitra

রাজ্যের নতুন দপ্তর গণ উদ্যোগ ও শিল্প পুর্নগঠনের দায়িত্ব পেতে চলেছেন অমিত মিত্র । মন্ত্রিসভায় গুরুত্ব বাড়ল তাঁর ।

অমিত মিত্র

By

Published : Nov 25, 2019, 10:58 PM IST

কলকাতা, 25 নভেম্বর : রাজ্য মন্ত্রীসভায় গুরুত্ব বাড়ল অমিত মিত্রর । বাড়ল দায়িত্বও । অর্থ দপ্তরের পাশাপাশি পেলেন নতুন দপ্তরের দায়িত্ব । মুখ্যমন্ত্রীর সুপারিশে আজ রাজ্যপাল জগদীপ ধনকড় বিষয়টিতে স্বাক্ষর করেছেন ।

সম্প্রতি রাজ্য সরকার নতুন একটি দপ্তর তৈরি করেছে । সেটি হল গণ উদ্যোগ ও শিল্প পুর্নগঠন (পাবলিক এন্টারপ্রাইজ় অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন) দপ্তর । মুখ্যমন্ত্রীপ সুপারিশে এই দপ্তরের দায়িত্ব দেওয়া হয় অমিত মিত্রকে ।

আপাতত অমিত মিত্রর হাতে রয়েছে অর্থ, শিল্প, বাণিজ্য, বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্প, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি দপ্তর । তার সঙ্গে জুড়ল গণ উদ্যোগ ও শিল্প পুর্নগঠন দপ্তর । রাজভবনের সুপারিশ অনুমোদনের কথা জানিয়ে দেওয়া হয়েছে নবান্নকে ।

ABOUT THE AUTHOR

...view details