পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Amit Mitra: নতুন বছরের শুরুতেই 82 হাজার পড়ুয়া পাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড

নতুন বছরে নতুন চমক পড়ুয়াদের জন্য ৷ 2023 এর 15 জানুয়ারির মধ্যে আরও 82 হাজার ছাত্র-ছাত্রীকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার কথা ঘোষণা করলেন অমিত মিত্র (Announcement by Amit Mitra) ৷

Amit Mitra
15 জানুয়ারির মধ্যে 82 হাজার পড়ুয়া পাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড

By

Published : Dec 23, 2022, 10:14 PM IST

কলকাতা, 23 ডিসেম্বর: ছাত্র-ছাত্রীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের । নতুন বছরের প্রথমেই অর্থাৎ জানুয়ারি মাসেই 82 হাজার ছাত্রছাত্রীকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেবে রাজ্য (Amit Mitra announced more students to get student credit cards)। শুক্রবার নবান্নে ব্যাঙ্কার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকের পর এই কথাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র । আগামী 15 জানুয়ারির মধ্যে সকলকে এই ক্রেডিট কার্ড দেওয়া হবে ।

শুক্রবার রাজ্যের অর্থ সচিব-সহ নবান্নের উচ্চপর্যায়ের আধিকারিকরা স্টেট লেভেল ব্যাংকার্স কমিটির সঙ্গে আলোচনায় বসেন । সেই আলোচনাতে রাজ্যের বিভিন্ন স্কিম নিয়ে আলোচনা হয় । সেই আলোচনাতেই উঠে আসে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রসঙ্গ । প্রসঙ্গত, রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঘোষণা করার পর থেকেই বেসরকারি ব্যাংকগুলি ছাত্র-ছাত্রীদের টাকা দেওয়ায় অনীহা প্রকাশ করছিল । পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে কিছুটা হলেও সেই পরিস্থিতির বদল হয়েছে ।

আরও পড়ুন: 17 দিনের লড়াই শেষ! স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা না পেয়ে আত্মঘাতী কলেজ ছাত্রী

এদিন স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে ব্যাংকের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অমিত মিত্র । রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী বলেন, "অনেক বাধা বিঘ্ন এড়িয়ে ব্যাংক প্রায় 37,782 হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড ধার পাওয়া গিয়েছে । 1 হাজার 105 কোটি টাকা ধার দেওয়া হয়ে গিয়েছে । কিন্তু বাতিলের সংখ্যা অনেক বেশি । 21 হাজার জনের স্টুডেন্ট কার্ড তো অবিলম্বে দেওয়া উচিত ।"

প্রসঙ্গত, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের এই স্কিমে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের দীর্ঘসূত্রিতা নিয়ে আগেই বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপরেই বেসরকারি ব্যাংক এগিয়ে আসে । তবে এরপরেও যে অবস্থার পরিবর্তন হয়েছে তা বলা যাবে না ৷

2021 সালের মাঝামাঝি সময়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার । তারপর পঞ্চায়েত ভোটের আগে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে তৎপর হল নবান্ন । স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে 10 লক্ষ টাকা পর্যন্ত পড়ুয়াদের লোন দেওয়া হয় ।

ABOUT THE AUTHOR

...view details