নয়াদিল্লি ও কলকাতা, 15 ডিসেম্বর: লোকসভায় স্মোক ক্যান হামলায় মূল অভিযুক্ত ললিত ঝাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যে তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে ললিত ঝায়ের একটি ছবি পোস্ট করেছেন ৷ তাঁর দাবি, ললিত শাসক দলের এই প্রবীণ নেতার ঘনিষ্ঠ ৷ এই আগুনে ঘি ঢাললেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷
তিনি ললিত ঝায়ের সঙ্গে তাপস রায়ের যোগাযোগ নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেছেন ৷ বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন ৷ তাতে একটি পুজো মণ্ডপে তৃণমূল বিধায়ক তাপস রায় ও ললিত ঝাকে একসঙ্গে দেখা যাচ্ছে ৷ সেখানে তিনি লেখেন, "আমাদের গণতন্ত্রের মন্দিরে হামলাকারীদের মাস্টারমাইন্ড ললিত ঝা ৷ সে তৃণমূল নেতা তাপস রায়ের ঘনিষ্ঠ ৷ দীর্ঘদিন ধরেই তাদের দু'জনের মধ্যে যোগাযোগ রয়েছে ৷ তৃণমূল নেতার বিরুদ্ধে তদন্তের জন্য এই প্রমাণই কি যথেষ্ট নয়?" তাঁর এই পোস্টটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ সঙ্গে তিনি লিখেছেন, "ললিত ঝায়ের সঙ্গে তৃণমূলের প্রবীণ নেতা তাপস রায়ের যোগাযোগ রয়েছে ৷ এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকতে পারেন না ৷"