পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Amit slams Mamata: মমতার অহংকারের পতন, শুভেন্দু-সাক্ষাৎ নিয়ে কটাক্ষ মালব্যর - 2021 সালের বিধানসভা ভোট

শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ৷ সেই মমতাকে কটাক্ষ করলেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya) ৷

amit-malviya-attacks-mamata-banerjee-saying-her-arrogance-bites-dust-after-she-invited-suvendu-adhikari-for-tea
Amit slams Mamata: মমতার অহংকারের পতন, শুভেন্দু-সাক্ষাৎ নিয়ে কটাক্ষ মালব্যর

By

Published : Nov 25, 2022, 3:54 PM IST

কলকাতা, 25 নভেম্বর: নজিরবিহীন সৌজন্যের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ বিধানসভা (West Bengal Assembly) ৷ শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) সঙ্গে মুখোমুখি বৈঠক হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ সেই বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই গেরুয়া শিবির নিশানা করল মমতাকেই ৷ বিরোধী দলনেতাকে নিজের ঘরে আমন্ত্রণ জানানো আসলে মমতার অহঙ্কারের পতন বলেই মন্তব্য করা হয়েছে বিজেপির (BJP) তরফে ৷

শুক্রবার বিধানসভার অধিবেশনের বিরতির সময় শুভেন্দুকে নিজের ঘরে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী ৷ বিজেপির দুই বিধায়ক অগ্নিমিত্রা পাল ও মনোজ টিগ্গাকে সঙ্গে নিয়ে সেই আমন্ত্রণ রক্ষা করতে হাজির হন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক ৷ এই নিয়ে স্বাভাবিকভাবেই এদিন হইচই পড়ে গিয়েছে রাজ্য থেকে দেশের রাজনীতিতে ৷

বিধানসভায় মমতার ঘর থেকে বেরিয়ে আসার একটি ভিডিয়ো টুইটারে পোস্ট করেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) ৷ ওই টুইটে তিনি সরাসরি আক্রমণ করেন মমতাকে ৷ তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অহঙ্কারের পতন হল ৷ অবশেষে তিনি গণতান্ত্রিক সৌজন্যতার কাছে মাথানত করলেন ৷ বিজেপির মতো শক্তিশালী বিরোধীকে তিনি উপেক্ষা করতে পারলেন না ৷

ওই টুইটে তাঁর সংযোজন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যাঁর কাছে নন্দীগ্রামে তিনি হেরেছিলেন, তাঁর কাছে এবং আরও তিন বিজেপি বিধায়কের কাছে মাথানত করে মীমাংসার পথ খুঁজতে হল ৷

প্রসঙ্গত, 2020 সালের শেষে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী ৷ তার পর থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে লাগাতার আক্রমণ করছেন তিনি ৷ 2021 সালের বিধানসভা ভোটে (Bengal Assembly Election 2021) নন্দীগ্রাম থেকে মমতার বিরুদ্ধে ভোটে লড়েন এবং জিতে বিধায়ক হন ৷ যে কারণে পরে ভবানীপুর থেকে উপ-নির্বাচনে লড়াই করে বিধায়ক হতে হয় মমতাকে ৷ এই নিয়ে প্রায়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে কমপার্টমেন্টাল সিএম বলেও কটাক্ষ করেন ৷ অন্যদিকে মমতাও বিভিন্ন ইস্যুতে শুভেন্দুর বিরুদ্ধে সরব হন ৷ নানা অভিযোগ করেন ৷ গদ্দার বলেও কটাক্ষ করেন ৷

এই পরিস্থিতিতে মমতা ও শুভেন্দুর এই সৌজন্য সাক্ষাৎ রাজ্যে তৃণমূল ও বিজেপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল বলে মত রাজনৈতিক মহলের ৷

আরও পড়ুন:বিধানসভায় নিজের কেবিনে শুভেন্দুর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ABOUT THE AUTHOR

...view details