কলকাতা, 8 জুন:রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও সৌজন্যের নয়া নজির গড়লেন দেশের দুই যুযুধান প্রতিপক্ষ রাজনীতিবিদ ৷ একাধিক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল ৷ হালে ওড়িশার রেল দুর্ঘটনা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বিজেপির বিরুদ্ধে খড়্গহস্ত হয়েছেন ৷ সরাসরি প্রধানমন্ত্রীকেও আক্রমণ করেছে তৃণমূল ৷ এই আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলার আম পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল, বিজেপি উভয়েই অবশ্য এই বিষয়টিকে রাজনীতির উর্ধ্বে উঠে দেখতেই স্বচ্ছন্দ বোধ করছে ৷
ট্রেন দুর্ঘটনা নিয়ে বৃহস্পতিবারও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বারবারই তিনি জানিয়েছেন, যেখানে এত মানুষের মৃত্যু হয়েছে, সেখানে তিনি চাইছেন সঠিক সত্য সামনে আসুক। ঠিক তখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলার আম পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সেরা আম বেছে বেছে পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীকে ৷ আদতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যতই রাজনৈতিক বৈরিতা থাকুক, সৌজন্যের ক্ষেত্রে কিন্তু কোনও খামতি রাখতে চান না মমতা-মোদি উভয়ই। আর তাই আম ঝুড়িতে মুড়ে তা পৌঁছে দেওয়া হচ্ছে দিল্লির 7 লোক কল্যাণ মার্গের ঠিকানায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, একা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কেও আম পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।