পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Child Death in Bengal: অ্যাডিনো আতঙ্কের মাঝেই 24 ঘণ্টায় রাজ্যে 4 শিশুর মৃত্যু নিউমোনিয়ায় - last 24 hours

একের পর এক রাজ্যে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে ৷ সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে 24 ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে চার শিশুর ৷ তবে অ্যাডিনো ভাইরাস নয়, রিপোর্টে উল্লেখ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু শিশুগুলির ৷

Child Death
অ্যাডিনো ভাইরাস

By

Published : Feb 28, 2023, 3:35 PM IST

Updated : Feb 28, 2023, 5:04 PM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি:অ্যাডিনো ভাইরাসের (Adenovirus) দোসর নিউমোনিয়া ৷ অ্যাডিনো আতঙ্কের মাঝে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় রাজ্যে মৃত্যু হল 4 শিশুর (Four children died of pneumonia) ৷ জানা গিয়েছে, মৃত শিশুদের প্রত্যেকের শরীরে জ্বর, শ্বাসকষ্ট আর র‍্যাশ ছিল ৷ যার সবগুলিই অ্যাডিনো ভাইরাসের উপসর্গ ৷ তবে রিপোর্টে বলা হয়েছে যে, নিউমোনিয়াতে (Pneumonia) মৃত্যু হয়েছে ওই চার শিশুর ৷

এর আগে, সোমবার হুগলির পোলবায় 9 মাসের শিশু মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছিল অ্যাডিনো ভাইরাসকে ৷ তবে তার রিপোর্টেও উল্লেখ ছিল নিউমোনিয়ার কথা ৷ তা সত্ত্বেও পরিবারের সদস্যরা আশংকা করেন অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়েই ওই শিশুর মৃত্যু হয়েছে ৷ সোমবার রাতেও এক শিশুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল ৷ চিকিৎসকদের রিপোর্টে মৃত্যুর কারণ নিউমোনিয়া বলা হলেও, মৃত সেই শিশুর রিপোর্ট পাঠানো হয়েছিল নাইসেডে ৷

এরই মাঝে কলকাতা মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে মঙ্গলবার। হাসপাতাল রিপোর্টে উল্লেখ দুই শিশুরই নিউমোনিয়া হয়েছিল । এদের মধ্যে একটি শিশু মধ্যমগ্রামের, বয়স মাত্র 6 মাস । শিশুর অ্যাডিনোভাইরাস সংক্রমণের সন্দেহ থাকায় ভেন্টিলেটরে রাখা হয়েছিল তাকে ।

পরিবার সূত্রে খবর, প্রথমে ওই শিশুটি আরজি কর হাসপাতালে ভরতি ছিল । সুস্থ বলে ছেড়ে দেওয়া হয় তাঁকে ৷ বাড়িতে গিয়ে ফের অসুস্থ হয়ে পড়ায় তাকে কলকাতা মেডিক্যাল হাসপাতালে ভরতি করা হয় । এছাড়াও শিশুটির শ্বাসজনিত বেশ সমস্যা ছিল বলেও জানা গিয়েছে। এদিন সকাল 8টা নাগাদ ওই শিশুর মৃত্যু হয় । অন্যদিকে, হাওড়ার উদয়নারায়ণপুরের 1 বছর 8 মাসের শিশুর জ্বর, শ্বাসকষ্ট, গায়ে র‍্যাশ ছিল । ওই শিশুটিকে উদয়নারায়ণপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে কলকাতা মেডিক্যালে রেফার করা হয় । মঙ্গলবার সকাল সাড়ে 7টা নাগাদ মৃত্যু হয় শিশুটির । তবে শুধু এখানে নয়, বিসি রায় হাসপাতালেও মৃত্যু হয়েছে আরও দুই শিশুর । গতকাল রাতে মৃত্যু হয়েছে ওই দুই খুদের । তাঁরাও নিউমোনিয়ায় ভুগছিল । এর মধ্যে দেগঙ্গার বাসিন্দা একটি শিশুর বয়স 6 মাস।

সাম্প্রতিক সময়ে নয়া আতঙ্কের নাম অ্যাডিনো ৷ এই ভাইরাসে আক্রান্ত হয়ে শহরের হাসপাতালগলোর বেড ভরছে শিশুতে। মৃত্যুর সংখ্যাও বাড়ছে । স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই বৈঠক করেছে। সেই বৈঠকের মাধ্যমে করোনার মতো একাধিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে । রাজ্যের সকল স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর । পাশাপাশি যথাযথ বেডের ব্যবস্থা হাসপাতালগুলিতে রাখতে বলা হয়েছে । ভেন্টিলেশন ব্যবস্থাও রাখতে বলা হয়েছে স্বাস্থ্য দফতরের নির্দেশিকায়।

আরও পড়ুন:পোলবায় অ্যাডিনো ভাইরাসের বলি 9 মাসের সুস্মিতা ? হাসপাতালের দাবি, নিউমোনিয়া

Last Updated : Feb 28, 2023, 5:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details