পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ট্যাংরার ঘটনায় গ্রেপ্তার 2 , অপহরণের চেষ্টার অভিযোগ অস্বীকার অ্যাম্বুলেন্স চালকের - ট্যাংরার ঘটনায় গ্রেপ্তার অ্যাম্বুলেন্স চালক

ট্যাংরায় অপহরণ ও খুনের অভিযোগের ঘটনায় অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করেছে পুলিশ । গাড়ি চাপা দেওয়ার ঘটনা স্বীকার করলেও অপহরণের চেষ্টার কথা অস্বীকার করেছে ওই চালক ।

tyangra
tyangra

By

Published : Feb 5, 2020, 8:01 PM IST

Updated : Feb 5, 2020, 8:39 PM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি : ট্যাংরার ঘটনায় অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক ও এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ । CCTV ফুটেজে অ্যাম্বুলেন্সটিকে চিহ্নিত করে মহেশতলা থেকে চালককে গ্রেপ্তার করা হয়েছে বলে লালবাজার সূত্রের খবর । ধৃতকে জিজ্ঞাসাবাদ চলছে । এখনও পর্যন্ত গৃহবধূকে অপহরণের চেষ্টার কথা সে স্বীকার করেনি । অন্যদিকে, গৃহবধূর বয়ানেও বেশকিছু অসঙ্গতি পাওয়া গেছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। অপর ধৃত যুবকের নাম তাজউদ্দিন । সে বিষ্ণুপুরের বিবিরহাটের বাসিন্দা ।

ওই গৃহবধূ তদন্তকারীদের বলেন, "গতরাতে 11:45 নাগাদ আমি শ্বশুর, শাশুড়ি এবং ননদের সঙ্গে বিয়েবাড়ি থেকে ফিরছিলাম । বিয়েবা়ড়ি ছিল পূর্বাচলে। ফেরার সময় একটি অ্যাম্বুলেন্স আমাদের রাস্তা আটকে দাঁড়ায় । ভিতর থেকে কয়েকজন বেরিয়ে এসে আমার হাত ধরে টানাটানি করতে থাকে । অ্যাম্বুলেন্সে তুলে নেওয়ার চেষ্টা করে । তখন আমার শ্বশুর গোপাল প্রামাণিক বাধা দিতে যান । আমাকে ছেড়ে দিয়ে শ্বশুরের গায়ের উপর দিয়ে অ্যাম্বুলেন্স চালিয়ে দেয় চালক । আমরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।"

এই মর্মে ট্যাংরা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ । ঘটনাযর তদন্তে নেমেছে পুলিশ । পুলিশ কমিশনার অনুজ শর্মা শহরের নারী সুরক্ষায় গুরুত্ব দেন । তাই ESD ডিভিশন থেকে লালবাজারের গোয়েন্দা বিভাগ, রীতিমতো সর্বোচ্চ শক্তি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।

CCTV ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করা হয় অ্যাম্বুলেন্সটি । অ্যাম্বুলেন্সটি চালাচ্ছিল শেখ আবদুর রহমান । সে মহেশতলা থানা এলাকার দৌলতপুর গ্রামের বাসিন্দা । পুলিশ সেখান থেকেই তাকে গ্রেপ্তার করেছে। গোপাল প্রামাণিকের মৃত্যুর বিষয়টি স্বীকার করে নিয়েছে । পুলিশকে জানিয়েছে, ওই অঞ্চল থেকে বিদ্যাসাগর হাসপাতালে ডাকা হয় অ্যাম্বুলেন্সটিকে । এন্টালির চায়না টাউন থেকে সে PG-র দিকে যাচ্ছিল । ইতিমধ্যে বিদ্যাসাগর হাসপাতালে তাকে ডাকা হয় । সে দ্রুত অ্যাম্বুলেন্স চালাতে গিয়েই গোপাল প্রামাণিককে ধাক্কা দেয় বলে পুলিশি জেরায় জানিয়েছে । CCTV ফুটেজ অনুযায়ী গোপাল প্রামাণিককে ধাক্কা দেওয়ার পর ওই অ্যাম্বুলেন্স মল্লিক বাজারের দিকে যায় । তারপর সোজা চলে যায় মহেশতলায় ।

এদিকে CCTV ফুটেজ খতিয়ে দেখে ঘটনাস্থানে এখনও পর্যন্ত কোনও মহিলার উপস্থিতির প্রমাণ পায়নি পুলিশ । মহিলাকে বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । তদন্তকারীরা জানাচ্ছেন, মহিলার বয়ানে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে । ফলে, তাঁকে আদৌ অপহরণের চেষ্টা হয়েছিল কি না তা নিয়েই তৈরি হয়েছে সংশয় । যদিও বিষয়টি একেবারেই উড়িয়ে দিচ্ছে না পুলিশ । এখনও পর্যন্ত এই ঘটনায় 304 অর্থাৎ অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা করেছে পুলিশ ।

Last Updated : Feb 5, 2020, 8:39 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details