কলকাতা, 21 জুলাই: অর্জুন সর্দার পেশায় অ্যাম্বুলেন্স চালক ৷ তিনি দক্ষিণ কলকাতার হাজরার বাসিন্দা ৷ তাঁর একটি ছোট ভ্যান রিকশা আছে ৷ 21 জুলাই শহিদ দিবস পালনের মাসখানেক আগে থাকতে তিনি সেটিকে সাজিয়েছেন ৷ এই ট্যাবলো নিয়ে আজ হাজরা থেকে ধর্মতলার সমাবেশে তৃণমূল কর্মী অর্জুন ৷ তাঁর ট্যাবলোয় লেখা 'দিল্লিতে পরিবর্তন চাই' ৷ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৷
অর্জুন জানালেন, 21 জুলাই শহিদ সমাবেশে তাঁর ভ্যান-ট্যাবলোটি থাকছে ৷ ভ্যানটি দেখলে মনে হবে 21 জুলাইয়ের ছোট্ট অ্যালবাম ৷ এর একপাশ জুড়ে রয়েছে অতীতের একাধিক 21 জুলাই সমাবেশে জনারণ্যের ছবি ৷ আছে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা প্রকল্প, যা প্রান্তিক মানুষ থেকে উচ্চবিত্ত- যাতে সব শ্রেণির মানুষ উপকৃত হয়েছেন ৷ সেই সব প্রকল্পগুলির একটি তালিকা ৷
শুধু তাই নয়, কেন্দ্রে বিজেপি সরকারের জনস্বার্থ বিরোধী কার্যকলাপের লম্বা তালিকাও এই ট্যাবলোর দেওয়ালে তুলে ধরেছেন অর্জুন সরদার ৷ এছাড়া, পরিবেশের কথা মাথায় রেখেই ট্যাবলোয় আছে একাধিক গাছ ৷ দেওয়া হয়েছে সবুজায়নের বার্তাও ৷ এক মাস ধরে অক্লান্ত পরিশ্রমে হাজরা মোড়ে তিনি এই ট্যাবলোটি সাজিয়ে তুলেছেন ৷