কলকাতা, 27 ডিসেম্বর : বিশ্বভারতীর উপাচার্যকে ইন্ধন যোগাচ্ছে কেন্দ্র ৷ একটি বিবৃতিতে বললেন অমর্ত্য সেন ৷ বিশ্বভারতীয় জমি তিনি অবৈধভাবে দখল করে রেখেছেন বলে কয়েকদিন আগেই অভিযোগ তোলে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ সেই অভিযোগে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী একটি চিঠিও পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷
এবার এরই বিরুদ্ধে মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ৷ তিনি একটি বিবৃতি দিয়ে বলেন, "বাংলার উপর কেন্দ্রের প্রভাব বাড়ার পর থেকেই উপাচার্য কেন্দ্রের কথা মেনে চলছেন ৷ শান্তিনিকেতনের সংস্কৃতি ও বিশ্বভারতীর উপাচার্যের মধ্যে বড় পার্থক্য রয়েছে । "
এরপর ওই বিবৃতিতে অমর্ত্য সেন বলেন, এর আগে কখনও বিশ্বভারতী কর্তৃপক্ষ তাঁকে কিংবা তাঁর পরিবারকে জমি দখলের কোনও অভিযোগ করেনি ৷ বিশ্বভারতীর যে জায়গায় তাঁর বাড়ি রয়েছে , সেই জমিটি দীর্ঘমেয়াদি লিজ়ে নেওয়া ৷ তবে, তা খুব শীঘ্রই শেষ হতে চলেছে ৷ সঙ্গে অতিরিক্ত জমিটি ফ্রিহোল্ডে তাঁর বাবার কেনা এবং তা ল্যান্ড রেকর্ডে রেজিস্ট্রেশন করানো ৷ ফ্রিহোল্ড জমি অর্থাৎ যে জমির স্থায়ীত্বের উপর মালিকের সম্পূর্ণ দায়িত্ব থাকে ৷