পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিকল্প মাঝেরহাট ব্রিজেও সুরাহা হয়নি যানজটের - traffic problem

গত বছর 4 সেপ্টেম্বর মাঝেরহাট সেতু ভেঙে পড়ে । তৈরি হয়েছে বিকল্প নতুন ব্রিজ । বাসিন্দাদের বক্তব্য, মানুষের সুবিধার্থে গাড়ি চলাচল করলেও যানজটের সমস্যা কাটেনি এখনও ।

বিকল্প মাঝেরহাট ব্রিজেও সুরাহা হয়নি যানজটে

By

Published : May 31, 2019, 9:18 PM IST

Updated : Jun 1, 2019, 12:36 AM IST

কলকাতা, 31 মে : ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজ । এর জেরে ব্যাপক যানজটের সমস্যা হয় । তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয় নতুন মাঝেরহাট ব্রিজ তৈরির । সেই মতো কাজও চলছে পুরোদমে । তবে নতুন ব্রিজ বানানো পর্যন্ত যানজটের সমস্যা কাটাতে বানানো হয়েছে নতুন একটি ব্রিজ । নাম বেইলি ব্রিজ । তবে বাসিন্দাদের একাংশের বক্তব্য, "এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি জীবন ।" মানুষের সুবিধার্থে গাড়ি চলাচল করলেও যানজটের সমস্যা কাটেনি এখনও ।

গত বছর 4 সেপ্টেম্বর মাঝেরহাট সেতু ভেঙে পড়ে । এরপরই রাজ্য সরকারের তরফে জানানো হয়, পুরোনো ব্রিজের জায়গায় তৈরি করা হবে একটি নতুন ব্রিজ । PWD -র রিপোর্টে বলা হয়, ভাঙা পুরনো ব্রিজের বাকি অংশটি ভেঙে করা হবে নতুন ব্রিজ । যার জন্য সময় ও অর্থ দুই'ই লাগবে । কিন্তু তার আগেই নিউ আলিপুরের যানজটের সমস্যা কমানোর জন্য তড়িঘড়ি নেওয়া হয় বিকল্প ব্যবস্থা । সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য মাঝেরহাট ব্রিজের 100 মিটারের মধ্যে বানানো হয় বেইলি ব্রিজ । যদিও এই বেইলি ব্রিজের উপর দিয়ে কোনও বড় লরি বা মালবাহী গাড়ি যাতায়াতের অনুমতি নেই । ছোটো ও মাঝারি গাড়িগুলিকে এই ব্রিজ দিয়ে চলাচল করানো হয় ।

নিউ অলিপুরের বাসিন্দা গৌতম গুহ বলেন, "বেইলি ব্রিজ হওয়ার ফলে কিছুটা সুরাহা হলেও, সকালে অফিস যাওয়ার সময় যানজট এড়াতে বাড়তি এক ঘণ্টা সময় হাতে নিয়ে বেরোতে হয় । এখন একমাত্র সুরাহা নতুন মাঝেরহাট ব্রিজ । মানুষের জীবন স্বাভাবিক ছন্দে ফিরবে তখনই যখন পুরনো মাঝেরহাট ব্রিজের জায়গায় চালু হবে নতুন মাঝেরহাট ব্রিজ ।"

বিকল্প মাঝেরহাট ব্রিজ

এবিষয়ে ওই এলাকার কাউন্সিলর জুঁই বিশ্বাস বলেন, "নতুন মাঝেরহাট ব্রিজ তৈরির কাজ বেশ অনেকটাই এগিয়েছে, সেতুর বিভিন্ন অংশকে জোড়ার কাজ চলছে এখন । মন্ত্রী অরূপ বিশ্বাস বলেছিলেন আগামী বছর জানুয়ারির মধ্যে সেতুটি তৈরির কাজ সম্পূর্ণ হবে । এই নতুন ব্রিজটি আগের চেয়েও দ্বিগুণ বেশি ওজন নিতে পারবে ।" তবে তিনি পরে স্বীকার করেন যে বেইলি ব্রিজ দিয়ে ছোটো গাড়িগুলি যাতায়াত করলেও যানজটের সমস্যা এখনও সম্পূর্ণভাবে কাটেনি ।

নামখানা, কাকদ্বীপ ও ডায়মন্ডহারবারগামী মালবাহী গাড়িগুলি এই বিকল্প ব্রিজ দিয়ে যাতায়াত করে । বেহালা বাজারের এক ব্যবসায়ী অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, "ব্রিজটি ভেঙে পড়ার পর বেহালার ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে । বেইলি ব্রিজের ফলে সাধারণ মানুষের অনেকটা সুরাহা হয়েছে । তবে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর টালিগঞ্জ থেকে চিড়িয়াখানা পর্যন্ত যানজট এড়ানো গেলেও ব্যবসায়ীদের ক্ষেত্রে তেমন একটা সুরাহা হয়নি । কারণ বেইলি ব্রিজের উপর দিয়ে কোনও বড় গাড়ি বা মালবাহী লরি যাতায়াত করার অনুমতি নেই ।"

চলছে ব্রিজ তৈরির কাজ

নতুন মাঝেরহাট ব্রিজের ইঞ্জিনিয়ররা জানান, ব্রিজ নির্মাণের কাজ দ্রুত এগোচ্ছে, আশা করা যায় আর আগামী 5 থেকে 6 মাসের মধ্যেই পুরোনো ব্রিজের জায়গায় মাথা তুলে দাঁড়াবে তুলনায় মজবুত আরও একটি নতুন মাঝেরহাট ব্রিজ।

Last Updated : Jun 1, 2019, 12:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details