কলকাতা, 31 মে : ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজ । এর জেরে ব্যাপক যানজটের সমস্যা হয় । তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয় নতুন মাঝেরহাট ব্রিজ তৈরির । সেই মতো কাজও চলছে পুরোদমে । তবে নতুন ব্রিজ বানানো পর্যন্ত যানজটের সমস্যা কাটাতে বানানো হয়েছে নতুন একটি ব্রিজ । নাম বেইলি ব্রিজ । তবে বাসিন্দাদের একাংশের বক্তব্য, "এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি জীবন ।" মানুষের সুবিধার্থে গাড়ি চলাচল করলেও যানজটের সমস্যা কাটেনি এখনও ।
গত বছর 4 সেপ্টেম্বর মাঝেরহাট সেতু ভেঙে পড়ে । এরপরই রাজ্য সরকারের তরফে জানানো হয়, পুরোনো ব্রিজের জায়গায় তৈরি করা হবে একটি নতুন ব্রিজ । PWD -র রিপোর্টে বলা হয়, ভাঙা পুরনো ব্রিজের বাকি অংশটি ভেঙে করা হবে নতুন ব্রিজ । যার জন্য সময় ও অর্থ দুই'ই লাগবে । কিন্তু তার আগেই নিউ আলিপুরের যানজটের সমস্যা কমানোর জন্য তড়িঘড়ি নেওয়া হয় বিকল্প ব্যবস্থা । সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য মাঝেরহাট ব্রিজের 100 মিটারের মধ্যে বানানো হয় বেইলি ব্রিজ । যদিও এই বেইলি ব্রিজের উপর দিয়ে কোনও বড় লরি বা মালবাহী গাড়ি যাতায়াতের অনুমতি নেই । ছোটো ও মাঝারি গাড়িগুলিকে এই ব্রিজ দিয়ে চলাচল করানো হয় ।
নিউ অলিপুরের বাসিন্দা গৌতম গুহ বলেন, "বেইলি ব্রিজ হওয়ার ফলে কিছুটা সুরাহা হলেও, সকালে অফিস যাওয়ার সময় যানজট এড়াতে বাড়তি এক ঘণ্টা সময় হাতে নিয়ে বেরোতে হয় । এখন একমাত্র সুরাহা নতুন মাঝেরহাট ব্রিজ । মানুষের জীবন স্বাভাবিক ছন্দে ফিরবে তখনই যখন পুরনো মাঝেরহাট ব্রিজের জায়গায় চালু হবে নতুন মাঝেরহাট ব্রিজ ।"