কলকাতা, 20 মার্চ: বহুমুখী প্রতিভার মালিক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া অয়ন শীল ৷ ইডি আধিকারিকরা জানাচ্ছেন, একজন প্রোমোটার হওয়া সত্ত্বেও ধীরে ধীরে প্রভাব এবং প্রতিপত্তি বিস্তার করে হয়ে উঠেছেন আইটি কোম্পানির মালিক (Ayan Sil is Owner of an IT Company ) ৷ তাঁর এই প্রতিভা দেখে রীতিমত চমকে উঠছেন তদন্তকারী আধিকারিকরা ৷
অয়নের সল্টলেকের এফ ডি ব্লকের 388 নম্বর বিল্ডিংয়ের ফ্ল্যাট ও অফিসে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক কাগজপত্র এবং হার্ডডিস্ক উদ্ধার হয়েছে ৷ সেখান থেকেই তদন্তকারীরা জেনেছেন, অয়ন শীলের নামে একটি আইটি সংস্থা রয়েছে ৷ আর এখানেই প্রশ্ন, একজন প্রোমোটার কীভাবে আইটি সংস্থার মালিক হয়ে উঠতে পারেন ? ওই আইটি সংস্থার নামে বেশ কয়েকটি গাড়ি রয়েছে বলে দাবি তদন্তকারীদের ৷
তিনবছর আগে সল্টলেকে এফ ডি ব্লকের 388 নম্বর বিল্ডিয়ে থাকা অফিস ও বাড়ি ভাড়া নিয়েছিলেন প্রোমোটার অয়ন শীল ৷ নিচের তলায় অফিস আর উপরে ফ্ল্যাট ৷ সেই ফ্ল্যাট থেকে অংসখ্য ওএমআর শিট-সহ একাধিক পৌরসভার বিভিন্ন বিজ্ঞপ্তি উদ্ধার হয়েছে ৷ তদন্তকারীদের দাবি যে শুধুমাত্র শিক্ষক নিয়োগ দুর্নীতি-কাণ্ডে নয় বরং অয়ন শীল একাধিক পৌরসভাতেও চাকরির দুর্নীতিতে যুক্ত রয়েছেন ৷ মূলত, 2014 সালে টেট দুর্নীতির ঘটনার তদন্ত করেছিল ইডি ৷ এক্ষেত্রে তাঁর অফিসে তল্লাশি অভিযানের পর বিষয়টি আর 2014 সালের টেটের নিয়োগে সীমাবদ্ধ নেই ৷