কলকাতা, 6 এপ্রিল : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য ও অলোক কুমার সরকারকে আজ সন্ধ্যা 6টার মধ্যে ফের সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (CBI start the investigation in SSC recruitment corruption case) । সেই নির্দেশ মেনে কলকাতা সিবিআই দফতরে হাজিরা দিলেন অলোক সরকার (Alok Sarkar appeared at the CBI office) ।
মঙ্গলবারই স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা ৷ তার বয়ান নথিভূক্ত করেন সিবিআই । এবার শান্তিপ্রসাদ সিনহার বয়ানের সঙ্গে অলক সরকারের বক্তব্য মিলিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে সিবিআই সূত্রে ।