পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুখবর! বাড়ল রাজ্য বিদ্যুৎ দপ্তরের অধীন সংস্থার কর্মীদের মহার্ঘ ভাতা - রাজ্য বিদ্যুৎ দপ্তর

বাড়ল রাজ্য বিদ্যুৎ দপ্তরের অধীন সংস্থার কর্মীদের মহার্ঘ ভাতা । এই খবরে কর্মীদের মধ্যে খুশির হাওয়া ।

প্রতীকী ছবি

By

Published : Jul 23, 2019, 9:54 PM IST

কলকাতা, 23 জুলাই : মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের কর্মীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে । এখনও পর্যন্ত পে কমিশনের সুপারিশ জমা পড়েনি নবান্নে । তা নিয়ে ক্ষোভ রয়েছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে । বেতন বৃদ্ধির দাবিতে সল্টলেকে অনশন চালাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা । অনশন মঞ্চের ঢিল ছোঁড়া দূরত্বে রাজ্য বিদ্যুৎ দপ্তর । সেখানকার কর্মীদের জন্য এবার সুখবর শোনালো রাজ্য সরকার । বাড়ানো হল রাজ্য বিদ্যুৎ দপ্তরের অধীন সংস্থার কর্মীদের মহার্ঘ ভাতা । এই খবরে কর্মীদের মধ্যে খুশির হাওয়া ।

আজ রাজ্য সরকারের তরফে নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হয়, রাজ্য বিদ্যুৎ দপ্তরের অধীন সংস্থার কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে । বৃদ্ধির পরিমাণ 10% । রাজ্য সরকারের অধীনস্থ বিদ্যুৎ বণ্টন, উৎপাদন সংস্থার কর্মীদের জন্য বাড়ানো হল এই মহার্ঘ ভাতা । ওই তিন সংস্থায় এই মুহূর্তে কর্মী রয়েছেন প্রায় 19 হাজার 600 জন । রাজ্যের ঘোষণায় তারা খুশি ।

বিদ্যুৎ দপ্তরের কর্মীদের এই ভাতা বৃদ্ধির জন্য অনুমতি দেওয়ায় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । চলতি মাসের প্রথম অর্থাৎ 1 জুলাই থেকে এই ভাতা কর্মীরা পাবেন বলে জানান বিদ্যুৎমন্ত্রী ।

ABOUT THE AUTHOR

...view details