পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC election 2021 : পৌরভোটের আগে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ - Bombs Hurled In Front of Subrata Mukherjee House

প্রয়াত মন্ত্রীর বোন তনিমা চট্টোপাধ্যায় পুলিশকে জানান, গতকাল রাত দেড়টা নাগাদ তাঁর বাড়ির সামনে কেউ বা কারা বোমাবাজি করে (KMC election 2021) ৷

kol
বোমাবাজি

By

Published : Dec 18, 2021, 12:44 PM IST

Updated : Dec 18, 2021, 6:05 PM IST

কলকাতা, 18 ডিসেম্বর : কলকাতা পৌরভোটের 24 ঘণ্টা আগে খাস কলকাতায় বোমাবাজির অভিযোগ ৷ গড়িয়াহাট থানা এলাকার বালিগঞ্জ প্লেসে সদ্য প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠেছে । ইতিমধ্যেই রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কে বা কারা এই ঘটনায় জড়িত রয়েছে তার সন্ধান চালাচ্ছে গড়িয়াহাট থানার পুলিশ ।

এই ঘটনায় প্রয়াত মন্ত্রীর বোন তনিমা চট্টোপাধ্যায় পুলিশকে জানান, গতকাল রাত দেড়টা নাগাদ তাঁর বাড়ির সামনে কেউ বা কারা বোমাবাজি করে (Bombs Hurled In Front of Subrata Mukherjee House) ৷ তাঁর অভিযোগ, যেহেতু তিনি নির্দল প্রার্থী হিসেবে কলকাতা পৌরভোটে দাঁড়িয়েছেন তাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কর্মকান্ডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে । এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন ।

যদিও তৃণমূলের দিকে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন 68 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায় ৷ তাঁর বক্তব্য, ভোটের আগে নিজেরাই নিজেদের গুণ্ডাবাহিনী দিয়ে বোমাবাজির ঘটনা ঘটাচ্ছে (Crude bomb blasts near Gariahat ahead of KMC Election 2021)। ইতিমধ্যে স্থানীয় গড়িয়াহাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে বোমাবাজি হওয়ার প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি । এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন স্থানীয় থানার পুলিশ ।

আরও পড়ুন : KMC Election 2021 : পৌরভোটে পুলিশকর্মীদের আইন মেনে কাজ করার পরামর্শ নগরপালের

কলকাতা পৌরভোটের আগে গোটা শহরকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ৷ ঠিক সেইসময় বালিগঞ্জ প্লেসের মতো একটি অভিজাত এলাকায় বোমাবাজির ঘটনার অভিযোগকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে ৷

Last Updated : Dec 18, 2021, 6:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details