পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

sonagachi sex worker burning case : সোনাগাছিতে যৌনকর্মীকে পুড়িয়ে মারার চেষ্টায় গ্রেফতার অভিযুক্ত - sonagachi sex worker burning case

সোনাগাছিতে যৌনকর্মীকে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি (sonagachi sex worker burning case) ৷ ধৃত ব্যক্তির নাম বাবলু সাহা ওরফে শংকর ৷

alleged man arrested in sex worker burning case at sonagachi
alleged man arrested in sex worker burning case at sonagachi

By

Published : Mar 5, 2022, 4:36 PM IST

কলকাতা, 5 মার্চ : উত্তর কলকাতার যৌনপল্লি সোনাগাছিতে টাকা নিয়ে বচসার জেরে রেগে গিয়ে যৌনকর্মীর শাড়ির আঁচলে দেশলাই কাঠি জ্বালিয়ে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি (Alleged man arrested in sex worker burning case) ৷ ধৃত ব্যক্তির নাম বাবলু সাহা ওরফে শংকর ৷

ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 307 ধারায় খুনের চেষ্টার মামলা রুজু করে বড়তলা থানার পুলিশ। তার বাড়ি উত্তর 24 পরগনার দত্তপুকুর থানা এলাকায় (resident of Duttapukur)। তবে জানা গিয়েছে, আগুনে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি ওই যৌনকর্মীর (sex worker health is fine)। অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন সোনাগাছির অন্যান্য যৌনকর্মীরা। তাঁরাই পুলিশের হাতে তুলে দেন অভিযুক্তকে।

আরও পড়ুন : Agitation at Ration Shop : রেশনে বেনিয়মের অভিযোগ, ডিলারকে ঘিরে বিক্ষোভ শান্তিপুরে

শংকর সোনাগাছির এক যৌনকর্মীর সঙ্গে যৌনকর্মে লিপ্ত হয় এবং তারপরে তাদের মধ্যে টাকা পয়সা নিয়ে গন্ডগোল শুরু হয় । প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, প্রথমে দু‘জন দু‘জনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এর পরেই ওই যৌনকর্মীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় শংকর। এর পরেই ওই মহিলা যৌনকর্মী তাকে তাঁর টাকা মিটিয়ে দিতে বললে পকেট থেকে একটি দেশলাইয়ের বাক্স বার করে আগুন জ্বালিয়ে তার শাড়ির আঁচলে ধরিয়ে দেয় শংকর। এই ঘটনায় যথারীতি প্রশ্ন উঠেছে সোনাগাছি এলাকায় মহিলা যৌন কর্মীদের নিরাপত্তা নিয়ে। যদিও স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়, ওই এলাকায় মাঝেমধ্যেই পুলিশি টহলদারি চলে।

ABOUT THE AUTHOR

...view details