কলকাতা, 14 মে : রাজ্যে করোনা নয়া রেকর্ড গড়েই চলেছে ৷ বিভিন্ন হাসপাতালে দেখা দিয়েছে অক্সিজেনের আকাল ৷ অক্সিজেনের সন্ধানে ও প্রয়োজনীয় ওষুধ জোগাড় করতে মানুষের গলদঘর্ম দশা ৷ সেই পরিস্থিতিতে খোদ কলকাতার বুকে কেপিসি মেডিকেল কলেজ ও হাসপাতালে অক্সিজেনের কালোবাজারি কারবারে গ্রেফতার হল দু'জন ৷ ধৃতদের নাম প্রিন্স হালদার ও বাপ্পা রাউত ৷ গতকাল রাতে তাদের গ্রেফতার করে যাদবপুর থানার পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, ধৃতদের বাড়ি দক্ষিণ 24 পরগনার সোনারপুরে ৷ দুজনের মধ্যে একজন হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ও অন্যজন তার সহকারী ৷ তাদের বিরুদ্ধে অভিযোগ , দুজনেই করোনা রোগীর আত্মীয়দের ভয় দেখিয়ে , ব্ল্যাকমেল করে অক্সিজেন ও ওষুধ বিক্রি করছিল ৷ তাও আবার হাসপাতাল চত্বরেই ৷ বাজারে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিজেন সংক্রান্ত যেসব জিনিস 1200 টাকার মধ্যে মেলে , সেই জিনিস তারা করোনায় আক্রান্ত রোগীর আত্মীয়দের নয় হাজার টাকায় বিক্রি করছিল ৷