কলকাতা, 7 নভেম্বর : এক মাসও হয়নি । আবারও অভিযোগ উঠল বেহালার এক নার্সিংহোমের বিরুদ্ধে । এবারের অভিযোগ আরও গুরুতর। শ্লীলতাহানির অভিযোগ আনলেন রোগীর মেয়ে । অভিযোগ, ওই নার্সিংহোমের চিকিৎসক তাঁর শরীরের আপত্তিকর অংশে হাত দিয়েছেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বেহালা থানার পুলিশ ।
57 বছরের এক ব্যক্তি দিন পাঁচেক ধরে ভুগছেন জ্বরে । পরিবারের বক্তব্য, তাঁর কোভিড টেস্ট করা হয়েছিল । সেই টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে। তার মাঝে 2 নভেম্বর ওই ব্যক্তিকে ভরতি করা হয় বেহালার এক নার্সিংহোমে । সেখানে চিকিৎসকরা জানান তাঁর নিউমোনিয়া হয়েছে । রোগীর পরিবারের অভিযোগ, সঠিকভাবে চিকিৎসা হচ্ছে না । সেই কারণে রোগীকে ওই নার্সিংহোমে রাখতে চাইছেন না । রোগীর পরিবার অন্য এক নার্সিংহোমে ভরতির ব্যবস্থা করেন । বেহালার ওই নার্সিংহোমে অনুরোধ করেন রোগীকে ডিসচার্জ করার জন্য । গতকাল সকালেই সেই কথা জানান রোগীর আত্মীয়রা । রোগীর মেয়ের দাবি, রোগীকে ডিসচার্জ করার কথা বলার পরেই নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, তাঁর কোভিড টেস্ট করতে দেওয়া হয়েছে । রিপোর্ট আসার আগে ছাড়া যাবে না । রাত পর্যন্ত চলে টালবাহানা । তার জেরে অধৈর্য হয়ে পড়ে রোগীর পরিবার । রোগীর ঘনিষ্ঠ আত্মীয় তখন নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে জানতে চান, “পরিষ্কার করে বলুন, রোগীকে ছাড়বেন কি না?"