কলকাতা, 18 জুলাই: কলকাতা কর্পোরেশনের চিফ মিউনসিপ্যাল ল অফিসার (সিএমএলও)-র নিয়োগ ঘিরেই চাঞ্চল্য । রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের কাছে করা এক নাগরিকের আরটিআই-র উত্তরে তীব্র বিতর্ক দানা বেঁধেছে । জনৈক এক নাগরিক আরটিআই করে পৌর ও নগরোন্নয়ন দফতরের কাছে জানতে চেয়েছিলেন কলকাতা কর্পোরেশনের সিএমএলও মহম্মদ সেলিম আনসারির নিয়োগ সংক্রান্ত বিষয়। উত্তরে বলা হয়েছে, কলকাতা কর্পোরেশনে মহম্মদ সেলিম আনসারির নিয়োগ পত্র রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতর দেয়নি। যা নিয়েই দানা বেঁধেছে বিতর্ক ৷
পৌর ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, এই প্রশ্নের ভিত্তিতে কলকাতা কর্পোরেশনের কাছে উত্তর চাইলে, সিএমএলও পদে নিয়োগ সংক্রান্ত কোনও নথি দফতরের কাছে নেই বলে জানিয়েছে কর্পোরেশন কর্তৃপক্ষ। আর এই তথ্য প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে এই পদে মহম্মদ সেলিম আনসারি-কে কে নিয়োগ করলেন? এই প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল খোদ মহম্মদ সেলিম আনসারির কাছেই। তিনি জানিয়েছেন, "আমি এই বিষয় কিছু বলতে চাই না ৷ যা জানে সবটাই কলকাতা মিউনসিপ্যাল কর্পোরেশন জানে।"
কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, তৃণমূল পৌর বোর্ডে আসার বছর দুই পর থেকেই কর্পোরেশনের ওই পদে কাজ শুরু করেন সেলিম আনসারি। 2012 থেকে 2023 টানা 11 বছর ধরে তিনি ওই পদেই আছেন। এক আধিকারিক জানান, "ওই পদে নিয়োগ সংক্রান্ত তথ্য চেয়ে পাঠিয়েছিল পৌর নগরোন্নয়ন দফতর। আমরা উত্তর জানিয়েছি। তবে তার নিয়োগের কোনও নথির খোঁজ মেলেনি।"