কলকাতা, ২০ অক্টোবর: স্বাস্থ্যভবনে নার্সদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় স্তম্ভিত নার্সরা । মঙ্গলবার এমনই জানাল নার্সদের সংগঠন নার্সেস ইউনিটি । নার্সদের নিয়োগ প্রক্রিয়া এবং সোমবার স্বাস্থ্যভবনে নার্সদের উপর পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে, এই দুই ঘটনায় নিরপেক্ষ তদন্তেরও দাবি করল নার্সদের এই সংগঠন। নার্সদের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ রয়েছে বলেও এই সংগঠনের তরফে জানানো হয়েছে।
নিয়োগে দুর্নীতির অভিযোগ, পুলিশের লাঠিচার্জ; তদন্তের দাবি নার্সেস ইউনিটির - Nurses Unity demanded an investigation
নার্সেস ইউনিটির সেক্রেটারি ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "সোমবার স্বাস্থ্যভবনে সদ্য ডিপ্লোমা কোর্স কমপ্লিট করা নিরস্ত্র নার্সদের উপর ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। সেই সঙ্গে অকথ্য গালিগালাজ সহ নার্সদের চুলের মুঠি ধরে এমনকী পোশাক নিয়েও টানাটানি করেছে পুলিশ, যেভাবে ৩৮ জন নার্স এবং একজন অভিভাবককে থানায় তুলে নিয়ে গেল পুলিশ, তাতে নার্সিং সমাজ স্তম্ভিত।"
নার্সেস ইউনিটির সেক্রেটারি ভাস্বতী মুখোপাধ্যায় বলেন, "সোমবার স্বাস্থ্যভবনে সদ্য ডিপ্লোমা কোর্স কমপ্লিট করা নিরস্ত্র নার্সদের উপর ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। সেই সঙ্গে অকথ্য গালিগালাজ সহ নার্সদের চুলের মুঠি ধরে এমনকী পোশাক নিয়েও টানাটানি করেছে পুলিশ, যেভাবে ৩৮ জন নার্স এবং একজন অভিভাবককে থানায় তুলে নিয়ে গেল পুলিশ, তাতে নার্সিং সমাজ স্তম্ভিত।"
তিনি আরও বলেন, "সদ্য পাশ করা এই নার্সরা জমায়েত হতে বাধ্য হয়েছিলেন, কারণ তাঁদের নিয়োগ নিয়ে চূড়ান্ত দুর্নীতি হয়েছে বলে তাঁরা মনে করেন। ট্রেনিংয়ে পরীক্ষার নম্বরের ভিত্তিতে তাঁদের নিয়োগ করা হয়। এই নিয়োগ প্রক্রিয়ায় কম নম্বরপ্রাপ্ত মেয়েরা চাকরি পেয়ে যান এবং বেশি নম্বর পেয়েও ছেলে - মেয়েরা নিয়োগ থেকে বঞ্চিত হন। এ রাজ্য থেকে পাশ করা ছেলে-মেয়েদের নিয়োগপত্র না দিয়ে বাইরের রাজ্য থেকে পাশ করা ছেলে-মেয়েদের নিয়োগপত্র দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। স্বাভাবিকভাবেই এই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ও চরম দুর্নীতির অভিযোগ রয়েছে।"
গণতান্ত্রিক একটি রাজ্যে সদ্য পাশ করা নার্সদের জানার অধিকার নিশ্চয়ই আছে যে, এই রকম কেন হল এবং তাঁদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেন? এই বিষয়টি জানতে তাঁরা সোমবার স্বাস্থ্যভবনে গিয়েছিলেন । অভিযোগ নার্সেস ইউনিটির সেক্রেটারি বলেন, "কিন্তু, এটা এমন অপরাধ যে পুলিশের মার জুটল তাঁদের কপালে। অথচ, একজন আধিকারিকও এই ছেলে-মেয়েদের সঙ্গে দেখা পর্যন্ত করলেন না।" নার্সদের এই নিয়োগ প্রক্রিয়া এবং নার্সদের উপর পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে এই দুই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে নার্সদের এই সংগঠন।
_________