কলকাতা, 24 মার্চ : কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ সামনে উঠে এল কলকাতা পৌরনিগমের ইঞ্জিনিয়ারিং বিভাগে । অতীতেও ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিক দেবাশিস চক্রবর্তীর পুত্র এবং কন্যাকে চাকরির তালিকায় প্রথম সারিতে নাম থাকার অভিযোগ ছিল । এবার সোমনাথ সেনের ছেলের নাম ইঞ্জিনিয়ারিং বিভাগের তালিকায় প্রথম সারিতে নাম উঠে আসার অভিযোগ । মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের নিয়ম অনুযায়ী, সন্তানরা কর্মী নিয়োগের পরীক্ষায় বসলে অভিভাবকদের নিজেদের পদ থেকে সাময়িক অব্যাহতি নিতে হবে । এই ক্ষেত্রে অভিযোগ উঠেছে অভিভাবকরা নিজেদের দায়িত্বে থাকাকালীনই ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছেন । সেই সঙ্গে চাকরির তালিকার প্রথম সারিতে নাম উঠে এসেছে । এমনটাই অভিযোগ করেছেন কলকাতা মিউনিসিপ্যালিটি ইঞ্জিনিয়র অ্যান্ড অ্যালাইড সার্ভিস অ্যাসোসিয়েশন ।
কলকাতা মিউনিসিপ্যালিটি ইঞ্জিনিয়র অ্যান্ড অ্যালাইড সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বেশ কিছু আধিকারিক নিজেদের পদমর্যাদার প্রভাব খাটিয়ে নিজেদের সন্তানদের পৌরনিগমে চাকরি পাইয়ে দিচ্ছেন । এদিন কলকাতা মিউনিসিপ্যালিটি ইঞ্জিনিয়র অ্যান্ড অ্যালাইড সার্ভিস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মানস সিনহা অভিযোগ করেন, অতীতেও পৌরনিগমের উচ্চপদস্থ আধিকারিকরা তাঁদের প্রভাব খাটিয়ে নিজেদের সন্তানদের চাকরি পাইয়ে দিয়েছেন । এবারও সোমনাথ সেন নিজের পদমর্যাদার প্রভাব খাটিয়ে কলকাতা পৌরনিগমের লাইটিং বিভাগে নিজের ছেলের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন । কলকাতা পৌর নিগমের নিয়োগের ক্ষেত্রে এই দুর্নীতির বিরুদ্ধে ইতিমধ্যে কলকাতা পৌরনিগমের প্রশাসক খলিল আহমেদের কাছে একটি ডেপুটেশন জমা দিয়েছেন তাঁরা ।