কলকাতা, 16 অক্টোবর : মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। টালিগঞ্জ থানার অন্তর্গত একটি এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রের খবর, শনিবার সকালে টালিগঞ্জ মহিলা থানা এলাকার এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে ঘর থেকে ডেকে নিয়ে যায় ওই এলাকারই এক যুবক। অভিযোগ, এরপরই ওই যুবতীকে ধর্ষণ করে সুমিত ঘোষ নামে ওই যুবক। ঘটনাটি জানাজানি হওয়ার পরেই স্থানীয় একটি ক্লাবের তরফ থেকে টালিগঞ্জ মহিলা থানায় ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের একটি মামলা রুজু করা হয়।