পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Pond Filling at Behala: তৃণমূলের মদতে বেহালায় পুকুর ভরাটের অভিযোগ, কিছুই জানেন না বিধায়ক - allegation of pond filling at behala

বেহালার 142 নম্বর ওয়ার্ডের ঘোলাপাড়া এলাকায় একটি পুকুর ভরাটের অভিযোগ উঠেছে ৷ বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন বিধায়ক রত্না চট্টোপাধ্যায় ৷

ETV Bharat
বেহালায় পুকুর ভরাট

By

Published : May 28, 2023, 10:46 PM IST

বেহালায় পুকুর ভরাটের অভিযোগ

কলকাতা, 28 মে: তৃণমূলের মদতে পুকুর ভরাটের অভিযোগ উঠল কলকাতায় ৷ কলকাতা পৌরনিগমের আওতাধীন বেহালার 142 নম্বর ওয়ার্ডের ঘোলাপাড়া এলাকায় এই জলাশয় ভরাটের অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, শুধু 142 নম্বর ওয়ার্ড নয়, পার্শ্ববর্তী 143 ও 144 নম্বর ওয়ার্ডেও জলাশয় ভরাট হচ্ছে ৷ স্থানীয়দের আপত্তি উপেক্ষা করেই চলছে এই কাজ ৷ তৃণমূলের লোকজনই এই পুকুর ভরাটের সঙ্গে যুক্ত বলে দাবি, স্থানীয়দের ৷ যদিও বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় জানিয়েছেন এই পুকুর ভরাটের কথা তাঁর জানা নেই ৷

জানা গিয়েছে, 142 নম্বর ওয়ার্ডের ঘোলপাড়া এলাকায় প্রায় 8 কাটার একটি পুকুর রয়েছে ৷ অভিযোগ, ইতিমধ্যেই ওই পুকুরের প্রায় অর্ধেক ভরাট হয়ে গিয়েছে ৷ স্থানীয়দের বক্তব্য, এই পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করা হত ৷ কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এই পুকুরের জল ছেঁচে ফেলে দিয়ে মাটি ও রাবিশ দিয়ে এই পুকুরটি ভরিয়ে দিচ্ছে ৷ মূলত রাতেরবেলা প্রায় একমাস ধরে এই কাজ চলছে ৷

"আমার কাছে এখনও পর্যন্ত কোনও খবর নেই, আমি নিশ্চয়ই খবর নিয়ে দেখব ৷ আমাকে কেউ আগে বিষয়টি জানায়নি ৷ যদি পুকুর ভরাট হয়ে থাকে তাহলে আমি অবশ্যই ব্যবস্থা নেব ৷ কর্পোরেশনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলে পুকুরের ঠিকানা ও দাগ নম্বর নিয়ে মিলিয়ে দেখব ৷ যদি সত্যিই পুকুর ভরাট হয়ে থাকে তাহলে সেটি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব ৷"

আরও পড়ুন: বাম জমানায় সাড়ে 3 হাজার পুকুর ভরাট ! শহরের বাকি জলাশয় রক্ষার নির্দেশ মেয়রের

উল্লেখ, দিনকয়েক আগেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, পুকুর ভরাট বেআইনি ৷ বাম জমানায় শহরে অনেক পুকুর ভরাট হয়েছে ৷ কলকাতায় জলাশয় কীভাবে বাড়ানো যায় সেই দিকে কাউন্সিলরদের নজর রাখতে বলা হয়েছে ৷ শহরের বর্তমান জলাশয়গুলির জিও ট্যাগিংয়ের কাজ চলছে ৷ মেয়রের ওই বার্তার পর এই ঘটনা কী করে ঘটে, তাও আবার শাসকদল তৃণমূলের মদতে সেই প্রশ্ন উঠছে ৷

ABOUT THE AUTHOR

...view details