কলকাতা, 28 মে: তৃণমূলের মদতে পুকুর ভরাটের অভিযোগ উঠল কলকাতায় ৷ কলকাতা পৌরনিগমের আওতাধীন বেহালার 142 নম্বর ওয়ার্ডের ঘোলাপাড়া এলাকায় এই জলাশয় ভরাটের অভিযোগ উঠেছে ৷ অভিযোগ, শুধু 142 নম্বর ওয়ার্ড নয়, পার্শ্ববর্তী 143 ও 144 নম্বর ওয়ার্ডেও জলাশয় ভরাট হচ্ছে ৷ স্থানীয়দের আপত্তি উপেক্ষা করেই চলছে এই কাজ ৷ তৃণমূলের লোকজনই এই পুকুর ভরাটের সঙ্গে যুক্ত বলে দাবি, স্থানীয়দের ৷ যদিও বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায় জানিয়েছেন এই পুকুর ভরাটের কথা তাঁর জানা নেই ৷
জানা গিয়েছে, 142 নম্বর ওয়ার্ডের ঘোলপাড়া এলাকায় প্রায় 8 কাটার একটি পুকুর রয়েছে ৷ অভিযোগ, ইতিমধ্যেই ওই পুকুরের প্রায় অর্ধেক ভরাট হয়ে গিয়েছে ৷ স্থানীয়দের বক্তব্য, এই পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করা হত ৷ কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এই পুকুরের জল ছেঁচে ফেলে দিয়ে মাটি ও রাবিশ দিয়ে এই পুকুরটি ভরিয়ে দিচ্ছে ৷ মূলত রাতেরবেলা প্রায় একমাস ধরে এই কাজ চলছে ৷