কলকাতা, 5 এপ্রিল : 2011 সাল থেকে TET পাশ করে বসে আছেন। 2011, 2013 ও 2015 সালে আপার প্রাইমারিতে যে নিয়োগ হয় তাতে এই চাকরিপ্রার্থীরা সুযোগ পাননি। 2015 সালে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, এরপরে যে সিলেকশন হবে তাতে বয়স পেরিয়ে গেলেও আগে সুযোগ পাবেন এই প্রার্থীরা। কিন্তু 2016 সালে একটি সার্কুলার জারি করে স্কুল সার্ভিস কমিশন জানায়, তোমাদের বয়স পেরিয়ে গেছে। এখন আর নেওয়া যাবে না। এর বিরুদ্ধে আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুভাষচন্দ্র মাইতি সহ আরও 11 জন আপার প্রাইমারির প্রার্থী। বিচারপতি মৌসুমি ভট্টাচার্যর সিঙ্গল বেঞ্চে মামলাটি উঠেছে।
"দ্বিচারিতা করছে SSC", হাইকোর্টে আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা - ssc
স্কুল সার্ভিস কমিশন দ্বিচারিতা করছে। এর বিরুদ্ধে আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুভাষচন্দ্র মাইতি সহ আরও 11 জন আপার প্রাইমারির প্রার্থী।
মামলাকারীদের আইনজীবী আশিস কুমার চৌধুরি বলেন, "আমার মক্কেলদের বক্তব্য হচ্ছে 2011 সাল থেকে আশ্বাস দেওয়া হল কেন? 2015 তে তাঁদের জানানো হয় বয়স পেরিয়ে গেলেও পরের সিলেকশনে নেওয়া হবে। কিন্তু 2016-তে সার্কুলার দিয়ে জানানো হল বয়স পেরিয়ে গেছে নেওয়া যাবে না। সোমবার এই মামলার শুনানি হবে।"
তিনি আরও বলেন, "২০১৫ সালে এই চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ থেকে শুরু করে বাকি সমস্ত প্রক্রিয়াই সম্পন্ন করে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু তখন বিশেষ কারণে নিয়োগ করতে পারেনি। স্কুল সার্ভিস কমিশন জানায়, এরপরের নিয়োগ প্রক্রিয়া শুরু হলেই আগে সুযোগ দেওয়া হবে এই প্রার্থীদের। কিন্তু ২০১৬-র যে কাউন্সেলিং ১৪ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত দু'ফায় চলে, সেখানে তাঁদের ডাকা হয়নি। এর মানে স্কুল সার্ভিস কমিশন দ্বিচারিতা করছে। এর বিরুদ্ধেই কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রার্থীরা।"