কলকাতা, 10 মে: রাজভবনের অদূরে বহুতলে বুধবার সকালে বিধ্বংসী আগুন লাগে । সেই আগুনের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজভবন থেকে বেরিয়ে এলাকায় যান খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বিবাদি বাগের ওই ঘটনাস্থলে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুও ৷
এবার ওই বহুতলে বেআইনি নির্মাণের অভিযোগ করলেন ওই ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক । বেআইনি নির্মাণ হলে এতদিন তিনি কোনওরকমের অভিযোগ জানাননি কেন কলকাতা পৌরনিগমের কাছে? পালটা এই প্রশ্ন তুলেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠকের অভিযোগ ছিল, এই বহুতলে বেআইনি নির্মাণ হয়েছে ৷ ছাদের উপর সেট বা ছাউনি দেওয়া হয়েছে আইন না মেনেই ।
আর এই অভিযোগ পালটা জবাব দিতে গিয়ে কলকাতার মেয়র ফিরাদ হাকিম এদিন বলেন,"এটা আমার জানা নেই । কোথায় বেআইনি কাজ কত বছর আগে হয়েছে এগুলো আমার কিছুই জানা নেই । কাউন্সিলর এখন বলছেন কিন্তু আগে কখনও অভিযোগ করেননি ৷ ওনার আগে অভিযোগ করা উচিত ছিল । তবে কর্পোরেশনে গিয়ে আমি পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি ।"